বিশ্বকাপ শুরুর আগেই ‘জোড়া ধাক্কা’ স্বাগতিক ভারতের

SportsZone24 SportsZone24

বিশ্বকাপের মূল লড়াইয়ের আগে প্রতিটি দলই দুটি করে প্রস্তুতি ম্যাচ খেলার সুযোগ পেয়েছিল। মূলত বৈশ্বিক এই টুর্নামেন্টের আগে শেষবারের মতো পরীক্ষা-নিরীক্ষা চালানো র সুযোগ দিতেই এই ম্যাচগুলো আয়োজন করে বিশ্ব ক্রিকেটের নিয়ন্তা সংস্থা আইসিসি। তবে সেই সুযোগ লুফে নিতে পারেনি এবারের বিশ্বকাপের আয়োজক ভারত। দুটি প্রস্তুতি ম্যাচের একটিতে মাঠে নামা হয়নি ভারতীয় ক্রিকেটারদের।

গুগল নিউজে ফলো করুন আরটিভি অনলাইন
আর বিশ্বকাপের আগে মাঠে না নামতে পারাটা ভারতের জন্য বড় ধাক্কাই বলা চলে। আর দুটি ম্যাচের একটিতেও খেলতে না পেরে জোড়া ধাক্কাই খেলো রোহিত শর্মার দল। বিশেষ করে বর্তমান চ্যাম্পিয়ন ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচটি খেলতে পারলে নিজেদের দুর্বলতাগুলো পরখ করে দেখার সুযোগ পেত ভারত।

SportsZone24 SportsZone24

ইংলিশদের বিপক্ষে টস হওয়ার পরই বৃষ্টি শুরু হয়। এরপর আর মাঠে গড়ায়নি কোনো বল। যে কারণে ড্রেসিং রুমে বসেই সময় কেটেছে রোহিত-কোহলিদের। বেরসিক বৃষ্টি না থাকায় শেষ পর্যন্ত পরিত্যক্ত ঘোষণা করা হয় ম্যাচটি।

অন্যদিকে মঙ্গলবার (৩ অক্টোবর) নেদারল্যান্ডসের বিপক্ষেও একইভাবে সময় কেটেছে ভারতীয় দলের। আর এদিন টসও হয়নি। তাই মূল লড়াইয়ে কোনো প্রকার প্রস্তুতি ছাড়াই মাঠে নামছে ভারত।