আগামী ৫ অক্টোবর আহমেদাবাদে গত আসরের দুই ফাইনালিস্ট ইংল্যান্ড ও নিউজিল্যান্ডের মধ্যকার ম্যাচ দিয়ে শুরু হতে যাচ্ছে আইসিসি ক্রিকেট বিশ্বকাপ। বৈশ্বিক এই টুর্নামেন্টে এবার অংশ নিচ্ছে ১০টি দেশ। একনজরে দেখে নেওয়া যাক, অংশগ্রহণকারী ১০ দেশের ১০ অধিনায়ক ও তাদের ক্যারিয়ার।
রোহিত শর্মা
বয়স : ৩৬ বছর
প্লেয়িং রোল : ব্যাটার
এই ফরম্যাটে অধিনায়ক হিসেবে বেশ নবীন রোহিত শর্মা। ২০১৭ সালে প্রথমবার অধিনায়কত্ব করার সুযোগ পান ২০০৭ সালে অভিষিক্ত এই ক্রিকেটার। সব মিলিয়ে তার অধীনে ৩৪ ম্যাচ খেলে ২৪টিতে জিতেছে ভারত। একমাত্র ব্যাটার হিসেবে ওয়ানডেতে তিনটি ডাবল সেঞ্চুরি রয়েছে রোহিতের। এর মধ্যে ২০১৪ সালে শ্রীলঙ্কার বিপক্ষে সর্বকালের সর্বোচ্চ ২৬৪ রানের ইনিংস খেলেছেন রোহিত।
আন্তর্জাতিক ওয়ানডে ক্যারিয়ার
ম্যাচ : ২৫১টি
রান : ১০ হাজার ১১২
সর্বোচ্চ রান : ২৬৪
গড় : ৪৮ দশমিক ৮৫
১০০ : ৩০টি
৫০ : ৫২টি
পাকিস্তান
নাম : বাবর আজম
বয়স : ২৮ বছর
প্লেয়িং রোল : ব্যাটার
ওয়ানডে ব্যাটারের বিশ্ব র্যাঙ্কিংয়ে শীর্ষ স্থানে বাবর আজম। পাকিস্তানের তিন সংস্করণেই অধিনায়কত্ব করছেন তিনি। পাকিস্তানি ব্যাটার হিসেবে দ্রুততম সময়ে ওয়ানডেতে ৩ হাজার রানের মাইলফলক স্পর্শ করেছিলেন বাবর। বাংলাদেশের বিপক্ষে ৪ বছর আগে বিশ্বকাপে অনন্য এক রেকর্ড গড়েছিলেন তিনি। ৮ ইনিংসে ৪৭৪ রান করে বিশ্বকাপে জাভেদ মিয়াঁদাদের সর্বোচ্চ রানের রেকর্ড ভেঙেছিলেন বাবর। পাকিস্তানের হয়ে এই পর্যন্ত ওয়ানডেতে করেছেন ১৯টি সেঞ্চুরি; যা সাবেক ব্যাটার সাইদ আনোয়ারের সর্বকালের সেরা রেকর্ডের তুলনায় মাত্র একটি কম।
আন্তর্জাতিক ওয়ানডে ক্যারিয়ার
ম্যাচ : ১০৮
রান : ৫ হাজার ৪০৯
সর্বোচ্চ রান : ১৫৮
গড় : ৫৮ দশমিক ১৬
১০০ : ১৯টি
৫০ : ২৮টি
অস্ট্রেলিয়া
নাম : প্যাট কামিন্স
বয়স : ৩০ বছর
প্লেয়িং রোল : বোলার
মাত্র ১৮ বছর বয়সে অস্ট্রেলিয়ার টেস্ট দলে অভিষিক্ত হয়েছিলেন প্যাট কামিন্স। নিয়মিত ইনজুরির কারণে তার ক্যারিয়ার প্রায়ই বাধাগ্রস্ত হয়েছে। টিম পেইনের স্থানে ২০২১ সালে টেস্ট অধিনায়ক হিসেবে তিনি দায়িত্ব পান। পরের বছর অ্যারন ফিঞ্চের অবসরের পর ওয়ানডে অধিনায়ক হিসেবেও তার অভিষেক হয়। ওয়ানডেতে অস্ট্রেলিয়াকে মাত্র ৪ ম্যাচে নেতৃত্ব দিয়েছেন কামিন্স। চলতি বছরের শুরুতে মায়ের মৃত্যুর কারণে ভারতের বিপক্ষে সিরিজে খেলতে পারেননি। সম্প্রতি দক্ষিণ আফ্রিকার বিপক্ষে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজেও কব্জির ইনজুরির কারণে সাইডলাইনে ছিলেন।
আন্তর্জাতিক ওয়ানডে ক্যারিয়ার
ম্যাচ : ৭৭টি
উইকেট : ১২৬টি
সেরা বোলিং : ৫/৭০
গড় : ২৭ দশমিক ৯৯
দক্ষিণ আফ্রিকা
নাম : টেম্বা বাভুমা
বয়স : ৩৩ বছর
প্লেয়িং রোল : ব্যাটার
ক্যারিয়ারে ধৈর্য ও ইতিহাস রচনা দুটি ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন বাভুমা। ২০১৬ সালে ইংল্যান্ডের বিপক্ষে টেস্টে সেঞ্চুরি করার মাধ্যমে দক্ষিণ আফ্রিকার প্রথম কোনো কৃষ্ণাঙ্গ খেলোয়াড় হিসেবে ইতিহাসের পাতায় নাম লিখিয়েছিলেন বাভুমা ওয়ানডে ক্যারিয়ারেও তাকে ধৈর্যের পরীক্ষা দিতে হয়েছে। ২০১৬ সালে অভিষেকে আয়ারল্যান্ডের বিপক্ষে প্রথম সেঞ্চুরি করার পর দ্বিতীয় ওয়ানডে খেলতে তাকে এক বছর অপেক্ষা করতে হয়েছে। ২০২১ সালের মার্চে ওয়ানডে অধিনায়কের দায়িত্ব পান বাভুমা।
আন্তর্জাতিক ওয়ানডে ক্যারিয়ার
ম্যাচ : ৩০টি
রান : ১ হাজার ৩৬৭
সর্বোচ্চ রান : ১৪৪
গড় : ৫৪ দশমিক ৬৮
১০০ : ৫টি
৫০ : ৪টি
ইংল্যান্ড
নাম : জশ বাটলার
বয়স : ৩৩ বছর
প্লেয়িং রোল : উইকেটকিপার-ব্যাটার
বিশ্ব ক্রিকেটে অন্যতম একজন ক্লিন হিটার হিসেবে বাটলার পরিচিত। গত বছর মরগানের অবসরের পর ইংল্যান্ডের সাদা বলের অধিনায়কের দায়িত্ব পান বাটলার। ২০১৫ ওয়ানডে বিশ্বকাপে ছিলেন সহ-অধিনায়ক। তবে চার বছর পর ফাইনালে শিরোপা জয়ে সামনে থেকে ইংল্যান্ডকে নেতৃত্ব দিয়েছেন। ৬০ বলে খেলেছিলেন ম্যাচ জয়ী ৫৯ রানের ইনিংস। আর নিউজিল্যান্ডের মার্টিন গাপটিলকে রান-আউট করে ইংল্যান্ডের জয় নিশ্চিত করেছিলেন।
ওয়ানডে ক্যারিয়ার
ম্যাচ : ১৬৯টি
রান : ৪ হাজার ৮২৩
সর্বোচ্চ রান : ১৬২*
গড় : ৪১ দশমিক ৫৭
১০০ : ১১টি
৫০ : ২৫টি
ক্যাচ : ২১১টি
স্ট্যাম্পিং : ৩৫টি
নিউজিল্যান্ড
নাম : কেন উইলিয়ামসন
বয়স : ৩৩ বছর
প্লেয়িং রোল : ব্যাটার
অনেকেই উইলিয়ামসনকে নিউজিল্যান্ডের অন্যতম সেরা ব্যাটার হিসেবে বিবেচনা করে থাকেন। ২০১০ সালে আন্তর্জাতিক অভিষেকের পর থেকে কিউইদের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্যও তিনি। ২০১৯ বিশ্বকাপে সেরা খেলোয়াড় মনোনীত হয়েছিলেন।
আন্তর্জাতিক ওয়ানডে ক্যারিয়ার
ম্যাচ : ১৬১টি
রান : ৬ হাজার ৫৫৪
সর্বোচ্চ রান : ১৪৮
গড় : ৪৭ দশমিক ৮৩
১০০ : ১৩টি
৫০ : ৪২টি
শ্রীলঙ্কা
নাম : দাসুন শানাকা
বয়স : ৩২ বছর
প্লেয়িং রোল : অলরাউন্ডার
টেস্ট ক্যারিয়ারে পাঁচ বছরে মাত্র ছয়টি ম্যাচ খেলেছেন দাসুন শানাকা। ২০২১ সাল থেকে লঙ্কানদের অধিনায়কের দায়িত্ব পালন করছেন তিনি। সম্প্রতি কলম্বোতে ঘরের মাঠে এশিয়া কাপের ফাইনালে ভারতের কাছে ১০ উইকেটের বিশাল ব্যবধানে পরাজয়ের দুঃসহ স্মৃতি থেকে বেরিয়ে এসে বিশ্বমঞ্চে পুরো দলকে উজ্জীবিত করাই এখন শানাকার সামনে মূল চ্যালেঞ্জ।
আন্তর্জাতিক ওয়ানডে ক্যারিয়ার
ম্যাচ : ৬৭টি
রান : ১ হাজার ২০৪
সর্বোচ্চ রান : ১০৮*
গড় : ২২ দশমিক ২৯
১০০ : ২টি
৫০ : ৩টি
উইকেট : ২৭টি
সেরা বোলিং : ৫/৪৩
গড় : ৩৪ দশমিক ১১
বাংলাদেশ
নাম : সাকিব আল হাসান
বয়স : ৩৬ বছর
প্লেয়িং রোল : অলরাউন্ডার
ওয়ানডেতে শীর্ষ এই অলরাউন্ডার ১৭ বছরের বর্ণাঢ্য ক্যারিয়ারে করেছেন ১৪ হাজার ২২০ আন্তর্জাতিক রান। একইসঙ্গে তিন ফরম্যাট মিলিয়ে দখল করেছেন সর্বমোট ৬৮১ উইকেট। ২০১৯ ওয়ানডে বিশ্বকাপে ৮ ইনিংসে সাকিব ৬০৬ রান সংগ্রহ করে গ্রুপ পর্বে ভারতীয় লিজেন্ড শচিন টেন্ডুলকারের রেকর্ডকে ছাড়িয়ে গিয়েছিলেন।
আন্তর্জাতিক ওয়ানডে ক্যারিয়ার
ম্যাচ : ২৪০টি
রান : ৭ হাজার ৩৮৪
সর্বোচ্চ রান : ১৩৪*
গড় : ৩৭ দশমিক ৬৭
১০০ : ৯টি
৫০ : ৫৫টি
উইকেট : ৩০৮টি
সেরা বোলিং : ৫/২৯
গড় : ২৯ দশমিক ৩২
আফগানিস্তান
নাম : হাশমাতুল্লাহ শাহিদি
বয়স : ২৮ বছর
প্লেয়িং রোল : ব্যাটার
২০২১ সালের মে মাসে আফগানিস্তানের অধিনায়কের দায়িত্ব পান হাশমাতুল্লাহ। ২০১৮ সালে টেস্টে ভারতের বিপক্ষে অভিষেকে ২০০ রানের অপরাজিত ইনিংস খেলেন তিনি। ওয়ানডেতে তার সেরা ব্যাটিং ২০১৮ সালে আবু ধাবিতে পাকিস্তানের বিপক্ষে।
আন্তর্জাতিক ওয়ানডে ক্যারিয়ার
ম্যাচ : ৬৪টি
রান : ১ হাজার ১৭৫
সর্বোচ্চ রান : ৯৭*
গড় : ৩২ দশমিক ২৭
১০০ : নেই
৫০ : ১৬টি
নেদারল্যান্ডস
নাম : স্কট অ্যাডওয়ার্ডস
বয়স : ২৭ বছর
প্লেয়িং রোল : উইকেটরক্ষক ব্যাটার
অস্ট্রেলিয়ায় বেড়ে ওঠা অ্যাডওয়ার্ডস দাদির সুবাদে ডাচ খেলোয়াড় হিসেবে নিজের ক্যারিয়ার এগিয়ে নিয়ে গেছেন। ২০১৮ সালে তার জাতীয় দলে অভিষেক হয়। ৪ বছর পর ইংল্যান্ডের বিপক্ষে হোম সিরিজে টানা তিনটি হাফ সেঞ্চুরির ইনিংস উপহার দেন। বিশ্বকাপ বাছাইপর্বে চারটি হাফ সেঞ্চুরির ইনিংস খেলেছেন তিনি।
আন্তর্জাতিক ওয়ানডে ক্যারিয়ার
ম্যাচ : ৩৮টি
রান : ১ হাজার ২১২
সর্বোচ্চ রান : ৮৬
গড় : ৪০ দশমিক ৪০
১০০ : নেই
৫০ : ১৩টি
ক্যাচ : ৩৬টি
স্ট্যাম্পিং : ৬টি