ডিপিএলে ইমনের টানা দ্বিতীয় সেঞ্চুরি; ৪৩ ম্যাচেই হাঁকিয়েছেন ৮০টি ছক্কা

বিপিএলে অবহেলিত ছিলেন, জায়গা পাননি একাদশে। তবে ঢাকা প্রিমিয়ার লিগে ডিপিএলে ব্যাট হাতে নিজের সামর্থের প্রমাণ দিচ্ছেন যুব বিশ্বকাপজয়ী তরুণ ওপেনার পারভেজ হোসেন ইমন।

আগের ম্যাচের যেখানে শেষ, এই ম্যাচে যেন সেখান থেকেই শুরু। ফর্মটাকে ধরে রেখে পারভেজ হোসেন ইমন উপহার দিলেন আরও একটি সেঞ্চুরি।
আর সেঞ্চুরি করেই মহান সৃষ্টিকর্তার কৃতজ্ঞতায় সেজদায় লুটিয়ে পড়েন এই বাহাতি ব্যাটার।

তরুণ এই আগ্রাসী ওপেনার আগের ম্যাচে ব্রাদার্স ইউনিয়নের বিপক্ষে ১২৯ বলে ১৫১ রানের ইনিংসের পথে তার ব্যাট থেকে এসেছিল ৮ ছক্কা।

আর লিগের ম্যাচে আজ রোববার বিকেএসপি চার নম্বর মাঠে প্রাইম ব্যাংকের হয়ে সিটি ক্লাবের বিপক্ষে ১১৪ বলে ১০০ রানের ইনিংস খেলেন পারভেজ।

তার বড় ইনিংস মানেই বেশি ভাগ সময় ছক্কার ছড়াছড়ি। এই ইনিংসেও চার ও ছক্কা ৫টি করে।

লিস্ট ‘এ’ ক্রিকেটে ৪৩ ইনিংসে তার ছক্কা এখন ৮০টি।

তামিম ভালো করতে পারেননি। আউট হয়ে যান কেবল ৬ রান করেই। তবে পারভেজ ছিলেন স্বরূপেই