১৮০ রানের রেকর্ড ইনিংস খেলেও ‘ক্ষমা’ চাইলেন বেন স্টোকস!

অবসর ভেঙে ফিরে অসাধারণ এক প্রত্যাবর্তনের গল্প লিখলেন ইংলিশ অলরাউন্ডার বেন স্টোকস। তৃতীয় ম্যাচেই খেললেন রেকর্ড গড়া এক ইনিংস। ইংলিশ ক্রিকেটের সর্বোচ্চ ব্যক্তিগত সংগ্রহও এখন তার। আর রেকর্ড গড়তে গিয়ে ভেঙেছেন বন্ধু জেসন রয়ের সর্বোচ্চ রানের ইনিংসকে।

স্টোকসের এমন দুর্দান্ত পারফর্মের দিনে ইংল্যান্ডও পেয়েছে বড় জয়। জেসন রয়ের ১৮০ রানের রেকর্ড ভাঙায় ম্যাচ শেষে ড্রেসিংরুমে নাকি রয়ের কাছে ক্ষমাও চেয়েছেন স্টোকস! তবে উত্তরটা তিনি মজার ছলেই দিয়েছেন, ‘দীর্ঘদিন পর দলে ফিরে অবদান রাখতে পারায় ভালোই লাগছে। ওপরে (ড্রেসিংরুমে) জেসের (জেসন রয়) কাছে ক্ষমা চেয়েছি। সে বলেছে, দারুণ খেলেছ।

আমি বলেছি, দুঃখিত। আমার মনে হয় না তার অতটা খারাপ লাগবে। নিজেরই সতীর্থ এটা গড়ায় তার খুশিই হওয়ার কথা। ‘ইংল্যান্ডের ওয়ানডে ক্রিকেট ইতিহাসে যে রেকর্ড গড়েছেন সেটি ব্যাটিং চলাকালে জানাই ছিল না স্টোকসের, ‘লাউডস্পিকারে ঘোষণার আগপর্যন্ত আমি সত্যিই এটা জানতাম না।

জানার পরের বলেই আউট হয়েছি। ‘
স্টোকস নিজেই বুঝতে পেরেছেন যে বিশ্বকাপের দলে তিনি থাকছেন, ‘অবশ্যই (বিশ্বকাপ খেলবেন নিশ্চিত ছিলেন)। আমার সঙ্গে হাঁটুর ব্যাপারে অনেকদিনই আলোচনা হচ্ছিল। আমি বলেছিলাম এটা যেন এখানেই ছেড়ে দেওয়া হয়। আমি জানতাম, আমি হয়ত এই ম্যাচগুলো খেলব এবং বিশ্বকাপেও খেলব। তবে এসব বলা অনেক সহজ, যেটা কি না আপনার চাপ কমিয়ে দেয়। ‘