মেসির সামনে আরও একটি শিরোপা জয়ের হাতছানি

ইন্টার মায়ামিতে নাম লিখিয়ে একের পর এক রেকর্ড গড়েই যাচ্ছেন লিওনেল মেসি। সবশেষ লিগস কাপের শিরোপা জিতে সাফল্যের মুকুটে আরও একটি পালক যোগ করেছেন বিশ্বকাপজয়ী আর্জেন্টাইন এই অধিনায়ক। দানি আলভেজকে ছাড়িয়ে ইতিহাসের পাতায় নাম তুলেছেন সর্বাধিক শিরোপা জেতা ফুটবলার হিসেবে। ৪৪ শিরোপা জিতে ফুটবলের ইতিহাসে সর্বাধিক শিরোপাজয়ী এখন তিনিই।

এবারে মেসির সামনে নিজেকে ছাড়িয়ে যাওয়ার মিশন। কেননা খুদে জাদুকরকে হাতছানি দিচ্ছে আরও একটি শিরোপা।

আগামী বৃহস্পতিবার ভোর ৫টায় ইউএস ওপেনের সেমিফাইনালে ইন্টার মায়ামির বিপক্ষে মাঠে নামবে সিনসিনাতি এফসি। সেখানে জয় পেলেই মায়ামির টিকিট মিলবে ইউএস ওপেন কাপের ফাইনালের। আর ২৭ সেপ্টেম্বর ফাইনালে জিতলেই ৪৫ নম্বর শিরোপার স্বাদ পাবেন আর্জেন্টাইন এই তারকা।

যুক্তরাষ্ট্রে ফুটবল টুর্নামেন্টগুলোর মধ্যে সবচেয়ে পুরোনো ইউএস ওপেন কাপ। যুক্তরাষ্ট্রের ফুটবল ফেডারেশন অনুমোদিত ক্লাবগুলোর ভেতর প্রায় ১০০টি ক্লাব এই টুর্নামেন্টে অংশ নিয়ে থাকে। টুর্নামেন্টটির বর্তমান চ্যাম্পিয়ন অরল্যান্ডো সিটি।

ধুঁকতে থাকা ইন্টার মায়ামি লিওনেল মেসিনামক জাদুর কাঠির ছোঁয়ায় বদলে গেছে চোখের পলকেই। মেসির অভিষেক থেকে শুরু করে এখন পর্যন্ত একটি ম্যাচেও হারের মুখ দেখেনি দলটি। পাশাপাশি বিশ্বকাপজয়ীর হাত ধরেই প্রথম শিরোপার স্বাদ পায় মায়ামি।

সেই রেশ কাটতে না কাটতেই এখন দ্বিতীয় শিরোপা হাতছানি দিচ্ছে মেসির মায়ামিকে।