উয়েফার বর্ষসেরা খেলোয়াড়ের পুরস্কার জিতে নিয়েছেন ম্যানচেস্টার সিটির নরঅয়ের ফরোয়ার্ড আর্লিং হালান্ড। নারীদের বিভাগে উয়েফার বর্ষসেরা নির্বাচিত বার্সেলোনার স্প্যানিশ মিডফিল্ডার আইতানা বনমাতি।
চলতি সপ্তাহেই তিনি সপ্তাহের শুরুতে বছরের সেরা পিএফএ খেলোয়াড় জিতেছিলেন ম্যানচেস্টার সিটি ফরোয়ার্ড আর্লিং হালান্ড। খেলোয়াড়দের দৃষ্টিতেও সেরা নির্বাচিত হয়েছিলেন তিনি। এবার উয়েফার বর্ষসেরা খেলোয়াড়ের পুরস্কারও জিতলেন নরওয়ের এই তরুণ। নারীদের বিভাগে উয়েফার বর্ষসেরা নির্বাচিত বার্সেলোনার স্প্যানিশ মিডফিল্ডার আইতানা বনমাতি।
বৃহস্পতিবার মোনাকোর গ্রিমালদি ফোরামে ২০২৩-২৪ মৌসুমের চ্যাম্পিয়ন লিগের ড্র অনুষ্ঠিত হয়। সেই ড্র অনুষ্ঠান শেষ হওয়ার পর বর্ষসেরাদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।
এছাড়া পুরুষদের বিভাগে বর্ষসেরা কোচ হয়েছেন হালান্ড-ব্রুইনাদের কোচ পেপ গার্দিওলা। বর্ষসেরা নারী কোচ নির্বাচিত হয়েছেন ইংল্যান্ডকে দুইবছর আগে ইউরো চ্যাম্পিয়নশিপ জেতানো ও এবার বিশ্বকাপের ফাইনালে তোলা সারিনা ওয়েমান। আর এবার প্রেসিডেন্ট অ্যাওয়ার্ড তুলে দেওয়া হয় জার্মানির মিরাস্লাভ ক্লোসার হাতে।
Aitana Bonmarti: “Here with my friend (Pointing to Erling Haaland).”pic.twitter.com/XGVW0cqCR7
— Managing Barça (@ManagingBarca) August 31, 2023
উয়েফার বর্ষসেরা হওয়া পথে হালান্ড পেছনে ফেলেছেন সতীর্থ কেভিন ডি ব্রুইনা ও লিওনেল মেসিকে। ইউরোপ ছেড়ে যুক্তরাষ্ট্রের ফুটবলে পাড়ি জমালেও আগের মৌসুমের পারফরম্যান্সের বিচারে ইউরোপ সেরা হওয়ার লড়াইয়ে ছিলেন আর্জেন্টাইন অধিনায়ক।
গত মৌসুমটা দুর্দান্ত কাটিয়েছেন হালান্ড। সিটির হয়ে জিতেছেন ট্রেবল। প্রথমবারের মতো সিটিকে ইউরোপের মুকুট এনে দেওয়ার পথে চ্যাম্পিয়ন্স লিগে করেছিলেন সর্বোচ্চ ১২টি গোল। এই আসরে সিটির জয়ে দারুণ অবদান ছিল ডি ব্রুইনারও। সাতটি অ্যাসিস্ট করেছিলেন তিনি।