বাংলাদেশের বিপক্ষে এশিয়া কাপের মঞ্চে ভারতের আজ নিয়মরক্ষার ম্যাচ। আগেই তাদের ফাইনাল নিশ্চিত হয়ে গেছে। তাই আজ জয়-পরাজয়ে তাদের কিছু যায় আসে না। পাঁচ পরিবর্তন নিয়ে আজ একাদশ সাজিয়েছে ভারত।
অন্যদিকে বাংলাদেশ একাদশে বেশ কিছু পরির্তন এনেও ২৬৫ রানের করতে পারেনি। টাইগারদের ব্যাটিং ইনিংসের মাঝেই দেখা যায় এক অদ্ভুত দৃশ্য।
Rested but never resting 🏃👑#PlayBold #BANvIND #AsiaCup2023 #ViratKohli pic.twitter.com/GJZdYv1uJE
— Royal Challengers Bangalore (@RCBTweets) September 15, 2023
টস হেরে ব্যাটিংয়ে নামা বাংলাদেশের ইনিংস চলাকালীন প্রথম পানি পানের বিরতিতে দেখা যায় বাউন্ডারির পাশে দাঁড়িয়ে আছেন বিরাট কোহলি এবং মোহাম্মদ সিরাজ। সবাইকে অবাক করে দিয়ে দুজনেই সতীর্থদের জন্য পানি নিয়ে মাঠে প্রবেশ করেন! কোহলি হাসতে হাসতে বেশ অদ্ভুতভাবে দৌড়াচ্ছিলেন।
এই দৃশ্য দেখে অনেকেই হতবাক হয়ে যান। ৭৭টি আন্তর্জাতিক সেঞ্চুরির মালিক বিশ্বের অন্যতম সেরা ব্যাটার বিরাট কোহলি কিনা সতীর্থদের জন্য পানি টানছেন!
তবে এটাই প্রথম নয়, এর আগেও ভারতের প্রথম একাদশে না থাকলে সতীর্থদের জন্য পানি নিয়ে যাওয়ার দায়িত্ব পালন করেছেন কোহলি। মাঠে নেমে হাসিঠাট্টা করেছেন। আরও একবার সেটা করতে দেখা গেল।
এশিয়া কাপে দারুণ ছন্দে আছেন কোহলি। পাকিস্তানের বিপক্ষে সুপার ফোরের ম্যাচে খেলেছেন ৯৪ বলে ১২২* রানের অপরাজিত ইনিংস। আজকের ম্যাচে রিজার্ভ বেঞ্চ দেখে নিতে তাকে কোহলিসহ পাঁচ ক্রিকেটারকে বিশ্রাম দেওয়া হয়েছে। তাদেরকে দেখা যাবে রবিবারের ফাইনালে।
দেখুন সেই ভিডিও :
A different role for #ViratKohli today 😅pic.twitter.com/DpjjxPgwxB #INDvsBAN #AsiaCup2023 #CricketTwitter
— Cricbuzz (@cricbuzz) September 15, 2023