ব’র্ণবা’দী আচরণের দায়ে দর্শককে বের করে দেওয়ায় সেভিয়াকে ভিনিসিয়াসের ধন্যবাদ

SportsZone24 SportsZone24

স্প্যানিশ লা লিগার ম্যাচে আবারও দর্শকদের ব’র্ণবা’দী আচরণের শিকার হয়েছেন রিয়াল মাদ্রিদের ব্রাজিলিয়ান তারকা ভিনিসিয়াস জুনিয়র। তবে অভিযোগ পাওয়ার পর দ্রুত এক দর্শকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ায় প্রতিপক্ষ সেভিয়ার ভূয়সী প্রশংসা করেছেন এই ব্রাজিলিয়ান ফরওয়ার্ড।

শনিবার রাতে সেভিয়ার মাঠে ১-১ গোলে ড্র হওয়া ম্যাচে ঘটে ওই ঘটনা। ম্যাচের শেষ দিকে ভিনিসিয়াস সেভিয়ার খেলোয়াড়দের সঙ্গে হাতাহাতিতে জড়িয়ে পড়ার পর তার দিকে ব’র্ণবা’দী অঙ্গভঙ্গি করেন এক দর্শক৷

SportsZone24 SportsZone24

শনিবারের ম্যাচের পরপরই সেভিয়া বিবৃতি দিয়ে জানায়, “জে’নোফো’বিক” এবং “ব’র্ণবা’দী আচরণ” করা একজন দর্শককে শনাক্ত করে তাকে স্টেডিয়াম থেকে বের করে দেওয়া হয় এবং আইনি কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়।

পরে সামাজিক যোগাযোগ মাধ্যমে সেভিয়ার প্রশংসা করেন ভিনিসিয়াস। একই সঙ্গে তিনি আরও একটি ভিডিও দেখার কথা জানান। সেই ভিডিও তার প্রতিনিধিদের থেকে পাওয়ার কথা জানিয়ে ফুটবল ওয়েবসাইট ইএসপিএন লিখেছে, ভিডিওতে দেখা যায় অন্য একজন তরুণ সমর্থক ভিনিসিয়াসকে ব’র্ণবা’দী গালি দিচ্ছে। ভিনিসিয়াস তার প্রতিক্রিয়াতেও তুলে ধরেন বিষয়টি।

“স্প্যানিশ ফুটবলের জন্য আরেকটি দুঃখজনক ঘটনায় দ্রুত কাজ করার জন্য এবং শাস্তি দেওয়ার জন্য সেভিয়াকে অভিনন্দন। দুর্ভাগ্যক্রমে শনিবারের ম্যাচে আরেকটি ব’র্ণবা’দী আচরণের ভিডিও আমি পেয়েছি, এই আচরণ একজন শিশু করেছে। খুবই দুঃখজনক যে, তাকে শিক্ষিত করার মতো কেউ নেই। ব্রাজিলে শিক্ষায় বিভিন্ন মনোভাবসহ নাগরিকদের প্রশিক্ষণ দেওয়ার জন্য আমি বিনিয়োগ করি, আমি অনেক বিনিয়োগ করি।”