বিশ্বকাপে দ্বিতীয় ম্যাচে প্রতিপক্ষকে ৯ গোলে বিধ্বস্ত করেছে ব্রাজিল

SportsZone24 SportsZone24

পরাজয় দিয়েই ফিফা অনূর্ধ্ব-১৭ ফুটবল বিশ্বকাপের মিশন শুরু করে চারবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। নিজেদের প্রথম ম্যাচেই তারা হেরে বসে এশিয়ার ফুটবল পরাশক্তি ইরানের কাছে। তবে দ্বিতীয় ম্যাচে কেবল ঘুরেই দাঁড়ায়নি রীতিমতো বিধ্বস্ত করেছে প্রতিপক্ষকে।

‘সি’ গ্রুপে নিজেদের দ্বিতীয় ম্যাচে ব্রাজিল মুখোমুখি হয় নিউ ক্যালেডোনিয়ার। ইন্দোনেশিয়ার জাকার্তা আন্তর্জাতিক স্টেডিয়ামে মঙ্গলবার (১৪ নভেম্বর) বাংলাদেশ সময় ৩টায় অনুষ্ঠিত ম্যাচটিতে প্রতিপক্ষের জালে গুনে গুনে ৯ বার বল জড়ায় নেইমার-ভিনিসিয়ুসের উত্তরসূরীরা। বিপরিতে একবারও ব্রাজিলের জালে বল জড়াতে পারেনি নিউ ক্যালেডোনিয়া। শেষ পর্যন্ত ৯-০ গোলের বড় জয় নিয়ে মাঠ ছাড়ে ব্রাজিল।

SportsZone24 SportsZone24

ম্যাচের ২৮তম মিনিটে প্রথম গোলের দেখা পায় সেলেসাওরা। এরপর ৩৯, ৪৪, ৪৬, ৫১, ৫৫, ৬১, ৮৬ ও ৯৪ তম মিনিটে গোলগুলো করে ব্রাজিল। হ্যাটট্রিক গোল করেন কাউয়া ইলিয়াস, রায়ান করেন দুইটি গোল।

এর আগে গত শনিবার (১১ নভেম্বর) এশিয়ার ইরানের কাছে ৩-২ গোলে পরাজিত হয় ব্রাজিল। ২-০ গোলে এগিয়ে থেকেও হার নিয়েই শেষ পর্যন্ত মাঠ ছাড়তে হয় সেলেসাওদের। এছাড়া নিউ ক্যালেডোনিয়া নিজেদের প্রথম ম্যাচে ইংল্যান্ডের কাছে ১০-০ গোলে বিধ্বস্ত হয়।

ইন্দোনেশিয়ায় চলছে ফিফা অনূর্ধ্ব-১৭ ফুটবল বিশ্বকাপ। টুর্নামেন্টটির ১৯তম আসরে অংশ নিচ্ছে ২৪টি দেশ। টুর্নামেন্টের ১৯টি আসরের মধ্যে সবকটি আসরেই অংশ নিয়ে ব্রাজিল দ্বিতীয় সর্বোচ্চ ৪ বার (১৯৯৭, ১৯৯৯, ২০০৩, ২০১৯) চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে। সর্বোচ্চ ৫ বার শিরোপা ঘরে তুলেছে আফ্রিকার দেশ নাইজেরিয়া।

দেখুন ম্যাচের হাইলাইটস –