শেষ মুহুর্তে পাকিস্তানের এশিয়া কাপ স্কোয়াডে পরিবর্তন

এশিয়া কাপ শুরু হতে বাকি নেই ৩ দিনও। এমন সময়ে নিজেদের স্কোয়াডে পরিবর্তন আনলো পাকিস্তান। স্কোয়াডে যুক্ত হয়েছেন মিডল অর্ডার ব্যাটার সৌদ শাকিল এবং রিজার্ভ হিসেবে থাকবেন তৈয়ব তাহির।

পাকিস্তানের ১৭ সদস্যের স্কোয়াডে শুরুতে ছিলেন না শাকিল। তবে আফগানিস্তানের বিপক্ষে চলমান দ্বিপক্ষীয় সিরিজে পাকিস্তান স্কোয়াডের ১৮তম সদস্য তিনি। এক ম্যাচে মাঠে নেমে মাত্র ৯ রান করেছিলেন এই ব্যাটার।

অন্যদিকে প্রাথমিক স্কোয়াডে নাম ছিল তাহিরের। কিন্তু আফগানদের বিপক্ষে চলমান তিন ম্যাচের ওয়ানডে সিরিজে একটি ম্যাচও খেলা হয়নি তার। তবে রিজার্ভ হিসেবে দলের সঙ্গে সফরে যাবেন তিনি।

আগামী ৩০ আগস্ট মুলতানে নেপালের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে পাকিস্তানের এশিয়া কাপ। ২৭ আগস্ট মুলতানে পৌঁছাবে পাকিস্তান দল।

পাকিস্তান স্কোয়াড:
বাবর আজম (অধিনায়ক), আবদুল্লাহ শফিক, ফখর জামান, ইমাম-উল-হক, সালমান আলি আগা, ইফতিখার আহমেদ, মোহাম্মদ রিজওয়ান, মোহাম্মদ হারিস, শাদাব খান, মোহাম্মদ নওয়াজ, উসামা মীর, ফাহিম আশরাফ, হারিস রউফ, মো. ওয়াসিম জুনিয়র, নাসিম শাহ, শাহীন আফ্রিদি, সৌদ শাকিল, তৈয়ব তাহির (রিজার্ভ)।