টেস্টের ১৪৭ বছরের ইতিহাসে সবচেয়ে ছোট ম্যাচের সাক্ষী হলো ভারত-দক্ষিণ আফ্রিকা

মাত্র ১০৭ ওভারেই শেষ একটি টেস্ট ম্যাচ! সেটিও আবার দক্ষিণ আফ্রিকা ও ভারতের মতো দুই বড় দলের মধ্যকার একটি ম্যাচ। বলের হিসেবে কেপটাউন টেস্ট শেষ হয়েছে ৬৪২ বলে। যা টেস্ট ক্রিকেটের ১৪৭ বছরের ইতিহাসে সবচেয়ে ছোট ম্যাচ। সংক্ষিপ্ত সময়ে শেষ হওয়া ম্যাচের তালিকায় যা ভেঙে দিয়েছে ৯২ বছরের রেকর্ড। সেই টেস্টেও সাক্ষী হয়েছিল দক্ষিণ আফ্রিকা। ১৯৩২ সালে মেলবোর্নে অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রোটিয়াদের ম্যাচ শেষ হয়েছিল ৬৫৬ বলে।

কেপটাউনে প্রথম দিনে পড়েছিল ২৩ উইকেট। অসম বাউন্স ও বলের মুভমেন্ট বুঝতে না পারায় পেসারদের সামনে অসহায় ছিল দুই দলের ব্যাটাররাই। মোহাম্মদ সিরাজের বোলিং তোপে প্রথম ইনিংসে প্রোটিয়ারা মাত্র ৫৫ রানে গুটিয়ে যায়।

সিরাজ নেন ৬উইকেট। এরপর স্বাগতিক পেসারদের দাপটে ভারতের ইনিংস থামে ১৭৩ রানে। দক্ষিণ আফ্রিকার দ্বিতীয় ইনিংসেও দাপট ছিল ভারতের পেসারদের। একাই ৬ উইকেট নেন জাসপ্রিত বুমরাহ।
মাত্র ৭৯ রানের লক্ষ্য ছুঁতে ভারত হারায় ৩ উইকেট। মধ্যাহ্ন বিরতির কিছুক্ষণ পরেই ম্যাচ জিতে নেন রোহিত শর্মারা।

বলের হিসেবে সবচেয়ে কম বলে টেস্ট ম্যাচ শেষ হওয়ার তৃতীয় অবস্থানে আছে ওয়েস্ট ইন্ডিজ ও ইংল্যান্ডের মধ্যকার টেস্ট। ১৯৩৫ সালে ব্রিজটাউনে সেই ম্যাচ শেষ হয়েছিল ৬৭২ বলে। ১৮৮৮ সালে ম্যানচেস্টারে ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ার ম্যাচ শেষ হয়েছিল ৭৮৮ বলে।

আর একই বছর লর্ডসের এই দুই দলের ম্যাচ শেষ হয় ৭৯২ বলে।