ছোটবেলার স্কুল বান্ধবী আয়েশা টাম্বাকে বিয়ে করলেন সেনেগালের স্ট্রাইকার সাদিও মানে। সেনেগালের এই ফরোয়ার্ড বরাবরই নিজেকে আড়াল রাখতে চান সামাজিক যোগাযোগমাধ্যম ও মিডিয়া থেকে। বিয়ের ক্ষেত্রেও একই কাজ করলেন তিনি। গোপনে বিয়ের আনুষ্ঠানিকতা সারলেও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে তার স্ত্রীর কয়েকটি ছবি।
দেশটির রাজধানী ডাকারের কেউর মাসারে মানে-টাম্বার বিয়ের এই অনুষ্ঠান হয়। কদিন আগেই নিজের এলাকা বাম্বলিতে স্টেডিয়াম ও হাসপাতাল স্থাপন করে প্রশংসা কুড়ান আফ্রিকান কাপজয়ী সেনেগালের উইঙ্গার সাদিও মানে। সেনেগালিজ সংবাদমাধ্যম বলছে, মানের স্ত্রীর নাম আয়শা টাম্বা। কাসামানসার বাসিন্দা তিনি। কিশোর থাকা অবস্থায় তাদের পরিচয়।
ক্রীড়াভিত্তিক ওয়েবসাইট গোলডটকম বলছে, কাসামানসার বাসিন্দা টাম্বার সঙ্গে মানের সম্পর্ক কিশোর বয়স থেকেই। এমনকি সাবেক এই লিভারপুল তারকা নাকি টাম্বার স্কুলের খরচও দিতেন বলে জানিয়েছে পালস স্পোর্টস।
তাদের এই বিয়ের খবর প্রথম সামনে আসে ম্যাগভিশন নামে এক ফটোগ্রাফি প্রতিষ্ঠানের দেওয়া ইনস্টাগ্রাম পোস্টের মাধ্যমে। যেখানে মানে-টাম্বা দম্পতিকে রোমান্টিক সব পোজে ক্যামেরাবন্দি হতে দেখা যায়। যার পেছনে লেখা ছিল ‘মিসেস মানে’।
পরে অবশ্য মানে নিজেও এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্ট থেকে ‘আলহামদুলিল্লাহ’ লিখে বিয়ের ছবি শেয়ার করেছেন। তাদের বিয়েতে উপস্থিত ছিলেন বন্ধু, পরিবার ও সেনেগাল জাতীয় দলের ফুটবলাররা।
এর আগে এক সাক্ষাকৎকারে মানে জানিয়েছিলেন, তিনি এমন একটা মেয়ে চান যে ধর্মভিরু। সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে বিচ্ছিন্ন। যার শুধু বাহ্যিক সৌন্দর্য্য নয়, থাকতে হবে মনের সৌন্দর্য্যও। এমন ঘোষণার পর অবশ্য অনেকেই মানের শর্ত পূরণে এগিয়ে আসে। তবে নতুন কাউকে নয় শেষমেশ ছোটবেলার বান্ধবী আয়শা টাম্বাকেই জীবনসঙ্গী হিসেবে বেছে নিলেন মানে।
গত বছরের গ্রীষ্মে দলবদলের সময় বায়ার্ন মিউনিখ থেকে সৌদি আরবের ক্লাব আল-নাসরে নাম লেখান মানে। আল নাসেরের হয়ে ক্রিশ্চিয়ানো রোনালদোর সঙ্গে এখনো পর্যন্ত ১৮ ম্যাচে ৮টি গোল করেছেন মানে।