ভারতে যাচ্ছেন পেসার রুবেল হোসেন

SportsZone24 SportsZone24

আইসিসি ওয়ানডে বিশ্বকাপের ১৩তম আসর পর্দা উঠবে ৫ অক্টোবর। বিশ্বকাপে বাংলাদেশ দলের প্রথম ম্যাচ ৭ অক্টোবর আফগানিস্তানের বিপক্ষে। বিশ্বকাপে অংশ নিতে বুধবার (২৭ সেপ্টেম্বর) ভারত যায় টাইগাররা।

টুর্নামেন্টের মূল মিশনে নামার আগে দুইটি প্রস্তুতি ম্যাচ খেলবে সাকিব বাহিনী। প্রথম ম্যাচে আজ দুপুরে শ্রীলঙ্কার মুখোমুখি হবে বাংলাদেশ দল। এরপর ২ অক্টোবর বর্তমান চ্যাম্পিয়ন ইংল্যান্ডের মুখোমুখি হবে তারা।

SportsZone24 SportsZone24

এদিকে বাংলাদেশ দলের বিশ্বকাপ স্কোয়াড নিয়ে চলছে তুমুল সমালোচনা। বিশেষ করে সাবেক অধিনায়ক ও দেশ সেরা ওপেনার তামিম ইকবালকে বিশ্বকাপ স্কোয়াডে না রাখা নিয়ে উত্তাল ক্রিকেটাঙ্গন।

এদিকে এক ফেসবুক পোস্ট সাবেক টাইগার পেসার রুবেল হোসেন বলেছেন আর নয় সমালোচনা এবার হবে বিশ্বকাপ নিয়ে উন্মাদনা। সবার আগে দেশ , প্রিয় দেশ এখন বিশ্বমঞ্চে, আসুন সবাই প্রিয় দেশকে সাপোর্ট করি।

দীর্ঘ দিন ধরে জাতীয় দলে নেই তারকা পেসার রুবেল হোসেন। সবশেষ জাতীয় দলের জার্সিতে খেলেছেন ২০২১ সালে নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে। এরপর বিভিন্ন সময়ে দলে থাকলেও আর জাতীয় দলের জার্সিতে দেখা যায়নি তাকে।

উল্লেখ্য, আরেক পোস্টে রুবেল জানিয়েছেন বিশ্বকাপ খেলা দেখতে ভারত যাচ্ছিন তিনি।

পোস্টে তিনি লেখেন, এবার বিশ্বকাপে বাংলাদেশের খেলা দেখতে যাব ইন্ডিয়াতে 🇧🇩
চলো বাংলাদেশ 💪🏻