পিছিয়ে পড়েও রোনালদো ম্যাজিকে আল নাসরের জয় (ভিডিও)

SportsZone24 SportsZone24

দারুণ ফর্মে থাকা ক্রিস্টিয়ানো রোনালদো জাদু দেখিয়েই চলেছেন। রোনালদোর দল আল নাসরও সেই জাদুতে ভর করে পেয়েছে জয়ের দেখা। আন্তর্জাতিক বিরতি থেকে ফিরেই দলকে জয়ের ধারায় ফেরালেন পর্তুগিজ কিংবদন্তি। প্রথমে গোল খেয়ে পিছিয়ে পড়েও দামাককে হারিয়ে পয়েন্ট তালিকায় বেনজেমার দল আল ইত্তিহাদকে পেছনে ফেলেছে আল নাসর।

শনিবার (২১ অক্টোবর) সৌদি লিগের ম্যাচে দামাক এফসির বিপক্ষে পিছিয়ে পড়েও ২-০ গোলে জয় পেয়েছে আল নাসর। কেভিন এনকৌদুর গোলে দামাক এগিয়ে যাওয়ার পর অ্যান্ডারসন তালিস্কা ও ক্রিস্টিয়ানো রোনালদো গোল করে আন নাসরকে জয় এনে দেন।

SportsZone24 SportsZone24

ঘরের মাঠে আল নাসর বল দখলে এগিয়ে থাকলেও আক্রমণে এগিয়ে ছিল দামাকই। রোনালদোর দল ১২টি শিট নিয়ে মাত্র ২টি লক্ষ্যে রাখলেও দামাক ১৬টি শট নিয়ে ৬টি লক্ষ্যে রেখেছে।

ম্যাচের ২০তম মিনিটে প্রথম জোরাল আক্রমণটা অবশ্য আল নাসরই করেছিল। মাঝমাঠের একটু ভেতর থেকে আল খাইবারি দূরপাল্লার শট নিয়েছিলেন। সেই শট ফিরিয়ে দেন দামাকের গোলরক্ষক।

৪১ মিনিটের সময় আল নাসর গোল প্রায় খেয়েই গিয়েছিল। বা প্রান্ত দিয়ে আসান সিসেকে দারুণ এক পাস দিয়েছিল সতীর্থ খেলোয়াড়। কিন্তু আল নাসরের গোলরক্ষককে একা পেয়েও গোল করতে পারেননি তিনি। দারুণভাবে সেই শট ব্লক করেন আল নাসরের গোলরক্ষক আল নাজ্জার।

প্রথমার্ধের একদম শেষ মুহূর্তে গোল খায় আল নাসর। তালিস্কা অ্যান্ডারসন ও রোনালদো ওয়ান-টু পাস খেলে দামাকের ডি বক্সে প্রায় ঢুকে পড়েছিলেন। কিন্তু শেষ মুহূর্তে রোনালদোকে ট্যাকল করে বল কেড়ে নেয় দামাকের খেলোয়াড়রা। এরপর দ্রুত প্রতিআক্রমণে উঠে ডান প্রান্ত দিয়ে কোনাকুনি শটে গোল করেন দামাকের উইঙ্গার এনকৌদু।

দ্বিতীয়র্ধে আক্রমনাত্মক খেলতে থাকে আল নাসর। ফলও পায় তারা। ৫২ মিনিটে তালিস্কার গোলে সমতায় ফেরে তারা। সরাসরি ফ্রিকিকে বল জালে জড়ান এই ব্রাজিলিয়ান।

আন নাসরের দ্বিতীয় গোলটিও এসেছে ফ্রিকিক থেকে। ৫৬ মিনিটে রোনালদো দারুণ এক ফ্রিকিকে গোলটি করেন। গোলরক্ষকের বাঁ দিকে বল পাঠান তিনি। বিভ্রান্ত গোলরক্ষক ঝাঁপ দেওয়ারও সুযোগ পাননি।

শেষ পর্যন্ত এই ব্যবধান ধরে রেখেই জয় নিয়ে মাঠ ছাড়ে আল নাসর। এই জয়ে ১০ ম্যাচে ৭ জয় ও ১ ড্রয়ে ২২ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে উঠে এসেছে তারা। ১০ ম্যাচে ২৬ পয়েন্ট নিয়ে শীর্ষে আল-হিলাল। সমান ম্যাচে আল তাউনের সংগ্রহ ২৩ পয়েন্ট।