শেষ মুহূর্তের গোলে বার্সাকে হারালো রিয়াল; দখল করলো শীর্ষস্থানও

SportsZone24 SportsZone24

ঘরের মাঠে প্রতিপক্ষের ছোট্ট ভুলের সুযোগ কাজে লাগিয়ে শুরুতেই এগিয়ে যাওয়ার পর চাপ বাড়ালো বার্সেলোনা। সুযোগও মিললো বেশ কয়েকটি; কিন্তু ভাগ্যের ফেরে দুই দফায় পোস্ট বাধা হয়ে দাঁড়াল তাদের সামনে। এরপর পাল্টা চাপ দিল রিয়াল মাদ্রিদ এবং জ্বলে উঠলেন দারুণ ছন্দে থাকা জুড বেলিংহ্যাম। সমতা টানার পর একেবারে শেষ সময়ে আরেকটি গোল করে দলকে এনে দিলেন অসাধারণ এক জয়।

চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনার মাঠে শনিবার লা লিগার ম্যাচটি ২-১ গোলে জিতেছে রিয়াল মাদ্রিদ। ম্যাচের শুরুতে বার্সেলোনাকে এগিয়ে দিয়েছিলেন ইলকাই গুনদোয়ান।

SportsZone24 SportsZone24

রিয়ালকে সমতায় ফেরানোর পাশাপাশি একেবারে শেষ মুহূর্তে জয়সূচক গোলটিও করেন জুড বেলিংহ্যাম।

স্প্যানিশ লা লিগায় অভিষেক মৌসুমে ১০ ম্যাচে এই নিয়ে ১০ গোল করলেন বেলিংহ্যাম, সর্বোচ্চ গোলদাতার তালিকায় বর্তমানে শীর্ষে আছেন তিনি।

অপরদিকে ১১ ম্যাচে ৯ জয় ও ১ ড্রয়ে ২৮ পয়েন্ট লিগ টেবিলের শীর্ষে রিয়াল মাদ্রিদ। সমান পয়েন্ট নিয়ে দুইয়ে আছে জিরোনা।

সমান ম্যাচে ৭ জয় ও ৩ ড্রয়ে ২৪ পয়েন্ট নিয়ে বার্সেলোনা আছে তিন নম্বরে।