যে সমীকরণে সেমিফাইনাল খেলতে পারে পাকিস্তান; শেষ ম্যাচে জিততে হবে যে ব্যবধানে

চলমান বিশ্বকাপে নিউজিল্যান্ডের বিপক্ষে অবিশ্বাস্য এক জয়ের মধ্য দিয়ে সেমিফাইনাল খেলার আশা এখনও বাঁচিয়ে রেখেছে পাকিস্তান। কিউইদের দেওয়া ৪০২ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে বৃষ্টি আইনে ২১ রানে হারায় বাবর আজমের দল। এই জয়ের ফলে নানা সমীকরণের ওপর নির্ভর করে সেমিফাইনাল খেলার সম্ভাবনা এখনও বেঁচে রয়েছে পাকিস্তানের।

৪০১ রান করেও জিততে না পারা নিউজিল্যান্ডের সেমিফাইনাল খেলার সম্ভাবনাও শেষ হয়ে যায়নি। দুই দলেরই ৮ ম্যাচে ৮ পয়েন্ট। রান রেটে এগিয়ে থাকায় পয়েন্ট তালিকায় নিউজিল্যান্ড চারে, পাকিস্তান পাঁচে। সমান পয়েন্ট নিয়ে আফগানিস্তান নেমে গেছে ছয়ে।

সেমিফাইনাল নিশ্চিত করতে হলে পাকিস্তানকে সর্বপ্রথম নিজেদের শেষ ম্যাচে ইংল্যান্ডের বিপক্ষে জয় পেতে হবে। শুধু জয় পেলেই হবে না, বাড়াতে হবে নেট রানরেটও। একই সঙ্গে তাকিয়ে থাকতে হবে অপর ম্যাচের দিকে। নিউজিল্যান্ড-শ্রীলঙ্কা ম্যাচে পাকিস্তানের ক্রীড়াপ্রেমীদের সমর্থন দিতে হবে লঙ্কানদের। কারণ, পাকিস্তানকে সেমিফাইনালে দৌড়ে টিকে থাকতে হলে ওই ম্যাচে জিততে হবে শ্রীলঙ্কাকে।

এছাড়াও আফগানিস্তানকে তাদের দুইটি ম্যাচই হারতে হবে, অথবা নূন্যতম একটি ম্যাচ হারতে হবে আফগানদের। একই সঙ্গে নেট রান রেটে পাকিস্তানের পেছনে থাকতে হবে আফগানদের। শ্রীলঙ্কা-নিউজিল্যান্ড ম্যাচে যদি কিউইরা নূন্যতম এক রানে জয়ী হয় তাহলে ইংল্যান্ডকে কমপক্ষে ১৩০ রানে হারাতে হবে রিজওয়ানদের।