কেন উইলিয়ামসনের দলে ফেরার ম্যাচে পাকিস্তানের ৩৪৬ রানের বিপক্ষে বিশাল লক্ষ্য পেয়েছিল নিউজিল্যান্ড। সেই লক্ষ্য তাড়া করে হেসেখেলে জিতল কিউইরা। পাকিস্তানের পক্ষে সেঞ্চুরি করেছিলেন মোহাম্মদ রিজওয়ান। ফেরার ম্যাচে রানের দেখা পান উইলিয়ামসন।
৩৪৬ রান তাড়া করতে নেমে ৩৮ বল হাতে রেখে ৫ উইকেটে জিতেছে নিউজিল্যান্ড। কিউইদের পক্ষে সেঞ্চুরির দ্বারপ্রান্তে গিয়েছিলেন ব্যাটিং অলরাউন্ডার রাচিন রবীন্দ্র। ৯৭ রান করার পর আগা সালমানের বলে বোল্ড আউট হন তিনি। দুই ইনিংস মিলে ৬৯১ রান করেছে পাকিস্তান ও নিউজিল্যান্ড।
Impressive knocks by the 𝙉𝙚𝙬 𝙕𝙚𝙖𝙡𝙖𝙣𝙙 𝙗𝙖𝙩𝙩𝙚𝙧𝙨 in World Cup warm-up👏🏻#PAKvNZ pic.twitter.com/nzO92xfjA4
— Sport360° (@Sport360) September 29, 2023
রবীন্দ্র রানের দেখা পেলেও ব্যর্থ হন আরেক ওপেনার ডেভন কনওয়ে। তিনি মাঠ ছাড়লেই ক্রিজে আসেন উইলিয়ামসন। হাফসেঞ্চুরি পূর্ণ করার পর রিটায়ার্ড হার্ট হয়ে মাঠ ছাড়েন তিনি। ৫০ বলে উইলিয়ামসন করেন ৫৪ রান।
নিউজিল্যান্ডের হয়ে বাকিদের মধ্যে মার্ক চাপম্যান ৬৫, ড্যারেল মিচেল ৫৯, জিমি নিশাম ৩৩ ও টম লাথাম ১৮ রান করেন। পাকিস্তানের হয়ে ২টি উইকেট নেন উসামা মির। একটি করে উইকেট নেন হাসান আলি, আগা সালমান ও ওয়াসিম জুনিয়র।
এর আগে রিজওয়ানের ১০৩, বাবর আজমের ৮০, সৌদ শাকিলের ৭৫, আগা সালমানের ৩৩, শাদাব খানের ১৬ ও আবদুল্লাহ শফিকের ১৪ রানে ভর করে ৫ উইকেট হারিয়ে ৩৪৫ রান করে পাকিস্তান। নিউজিল্যান্ডের হয়ে মিচেল স্যান্টনার ২টি উইকেট শিকার করেন। একটি করে উইকেট নেন নিশাম ও লকি ফার্গুসন।
Rachin Ravindra 97 and Mark Chapman 65* top scoring in the chase! Williamson (54) and Mitchell (59) both making contributions before being retired in Hyderabad in today's warm-up against Pakistan. Scorecard | https://t.co/DOWJ07JPRH #CWC23 pic.twitter.com/3o9flcrJ4j
— BLACKCAPS (@BLACKCAPS) September 29, 2023