দ্রুততম ফিফটি,সেঞ্চুরি, দলীয় সর্বোচ্চ রান; এক ম্যাচে পুরো রেকর্ড খাতাটা বদলে দিল নেপাল

SportsZone24 SportsZone24

ক্রিকেট বিশ্বে নেপালের আগমন বেশ কিছুদিন ধরেই, এবার এশিয়া কাপের মূল পর্বে খেলার যোগ্যতা অর্জন করে তার জানান আগেই দিয়েছিল হিমালয় কন্য খ্যাত দেশটি।

এবার আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে রেকর্ডের পর রেকর্ড গড়ে পুরো বিশ্বকে তাক লাগিয়ে দিলেন তারা। টি-টোয়েন্টিতে এক ম্যাচে প্রায় সব রেকর্ড ভেঙে দিল নেপালের ক্রিকেটাররা।

SportsZone24 SportsZone24

টি-টোয়েন্টিতে সর্বোচ্চ দলীয় সংগ্রহ, দ্রুততম ফিফটি, দ্রুততম সেঞ্চুরি, এক ম্যাচে সর্বোচ্চ ছক্কা মারার রেকর্ড সব নিজেদের করে নিল নেপাল দল।

হ্যাঁ এমনই এক কান্ড ঘটিয়েছে নেপালের ক্রিকেটাররা। এশিয়ান গেমস ক্রিকেটে আজ মঙ্গোলিয়ার বিপক্ষে এইসব রেকর্ড গড়েছে হিমালয়ের দেশটি।

এদিন আগে ব্যাট করে নেপাল নির্ধারিত ২০ ওভারে ২ উইকেটে ৩১৫ রান করে। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে এই প্রথম কোনো দল ৩০০+ স্কোর করলো। এতোদিন দলীয় সর্বোচ্চ রান ছিল আফগানিস্তানের ২৭৮ আয়ারল্যান্ডের বিপক্ষে।

এদিন নেপালের ব্যাটার দিপেন্দার সিং ভেঙে দেন যুবরাজ সিংয়ের ১২ বলে ফিফটির রেকর্ড। মাত্র ১০ বলে ফিফটি হাকিয়ে দিপেন্দার এখন দ্রুততম ফিফটির রেকর্ড এর মালিক। এইসময় তিনি টানা ছয়টি ছক্কা ও পরে আরো দুইটি ছক্কা হাকান।

এর আগে নেপালের আরেক ব্যাটার কুশল মাল্লা মাত্র ৩৪ বলে সেঞ্চুরি হাকিয়ে টি-টোয়েন্টিতে দ্রুততম সেঞ্চুরির রেকর্ড গড়েন, এতোদিন ভারতের রোহিত শর্মা ও দক্ষিণ আফ্রিকার ডেভিড মিলারের ৩৫ বলে সেঞ্চুরির রেকর্ড ছিল।

মাত্র ৩৪ বলে সেঞ্চুরির দিনে কুশল মাল্লা ৫০ বলে ১৩৭ রানে অপরাজিত থাকেন।

এদিন আরো একটি রেকর্ড গড়েছে নেপাল। তা হচ্ছে টি-টোয়েন্টিতে এক ইনিংসে সর্বোচ্চ ছক্কার রেকর্ড। এই ম্যাচে নেপালের ব্যাটাররা সর্বমোট ২৬ টি ছক্কা হাকান।

উল্লেখ্য, এই ম্যাচে নেপাল জেতে ২৭৩ রানে, নেপালের ২১৪ রানের জবাবে মাত্র ৪১ রানে অল আউট হয় মঙ্গোলিয়ানরা।