সিলেটে বাংলাদেশ ও শ্রীলঙ্কা মুখোমুখি হচ্ছে টি-টোয়েন্টি ফরম্যাটে। সন্ধ্যা ৬টায় খেলতে নামবে তারা। এ ম্যাচে ২টি উইকেট নিতে পারলে ডাবল কীর্তি গড়তে পারবেন ফিজ। টি-টোয়েন্টিতে ছাড়িয়ে যেতে পারবেন লাসিথ মালিঙ্গা ও আদিল রশিদকে। তিন ফরম্যাটে ছুঁতে পারবেন ৩০০ উইকেটের মাইফলক।
টি-টোয়েন্টিতে মালিঙ্গা ও আদিল রশিদ শিকার করেছেন ১০৭ উইকেট। ১০৭ উইকেট নিতে লঙ্কানের ৮৪ ও রশিদের লেগেছে ১০৪ ম্যাচ। ৮৮ ম্যাচে ফিজের উইকেটসংখ্যা ১০৫টি।
আজ প্রথম টি-টোয়েন্টিতে একাদশে থেকে ৩টি উইকেট নিতে পারলেই তাদের ছাড়িয়ে যাবেন কাটার মাস্টার। টি-টোয়েন্টিতে ১৫৭ উইকেট নিয়ে সবার শীর্ষে কিউই পেসার টিম সাউদি, টাইগার অলরাউন্ডার সাকিব আল হাসান নিয়েছেন দ্বিতীয় সর্বোচ্চ ১৪০ উইকেট।
লঙ্কানদের বিপক্ষে ২ উইকেট শিকার করতে পারলে তিন ফরম্যাটে মুস্তাফিজের উইকেট হবে ৩০০টি। ২০৬ ম্যাচে তিনি এখন পর্যন্ত নিয়েছেন ২৯৮ উইকেট। ৩০০’র ক্লাবে ঢোকা দুজন বাংলাদেশি হলেন- সাকিব আল হাসান ও মাশরাফী বিন মোর্ত্তজা। সাকিব ৬৯০ ও মাশরাফী নিয়েছেন ৩৮৯ উইকেট।