এশিয়া কাপ শুরুর শেষ মুহূর্তে সুখবর পেলেন লামিচানে

সন্দ্বীপ লামিচানেকে ছাড়াই এশিয়া কাপ খেলতে গিয়েছে নেপাল। দলের সেরা খেলোয়াড়কে ছাড়া এশিয়া কাপে যাওয়ার কারণ আছে। লামিচানের বিরুদ্ধে গতবছর থেকে চলছে ধর্ষণের মামলা। তবে রোববার (২৭ আগস্ট) সেই মামলার শুনানি স্থগিত রাখা হয়েছে। যার কারণে এশিয়া কাপে খেলতে আর বাঁধা থাকল না তার।

২০২২ সালের সেপ্টেম্বর থেকে লামিচানের বিরুদ্ধে ধর্ষণের মামলা চলছে। ১৭ বছর বয়সী এক তরুণী অভিযোগ করেছিল, নেপালের এক হোটেল রুমে লামিচানে তাকে ধর্ষণ করেছে। এরপর থেকে এটি আদালতে চলে যায়। মামলা চলতে থাকে। লামিচানে অবশ্য সবসময় এই অভিযোগ অস্বীকার করে এসেছেন। এই অভিযোগের ভিত্তিতে কারাগারেও যেতে হয়েছে ২৩ বছর বয়সী এই ক্রিকেটারকে।

এরপর জামিনে বের হয়েছেন লামিচানে। খেলেছেন আন্তর্জাতিক ক্রিকেট। ভেঙ্গেছেন নানান রেকর্ড। আফগান স্পিনার রশিদ খানকে হটিয়ে হয়েছেন ওয়ানডেতে সবচেয়ে কম ম্যাচ খেলে শত উইকেট পাওয়ার রেকর্ড।

এদিকে প্রথমবারের মত এশিয়া কাপ খেলার কীর্তি অর্জন করেছে নেপাল। টুর্নামেন্টে অংশ নিতে এরই মধ্যে পাকিস্তান অবস্থান করছে তারা। তবে লামিচানে’কে দেশে রেখেই যেতে হয়েছে নেপাল দলকে। কারণ, এই স্পিনারের আদালতের শুনানি চলমান ছিল। তবে জানা যায়, লামিচানের এই শুনানি আগামী ৭ সেপ্টেম্বর পর্যন্ত পিছিয়ে দেয়া হয়েছে। যা তার আইনজীবী সরোজ ঘিমিরে নিশ্চিত করেছেন। বার্তা সংস্থা এএফপি-কে ঘিমিরে জানান, ‘সন্দ্বীপ এখন পাকিস্তানে খেলতে উড়াল দিতে পারবে।’

গতবছর ধ’র্ষণের অভিযোগের ভিত্তিতে যখন লামিচানে’কে গ্রেফতার করা হয়, তখন তার অধিনায়কত্ব কেড়ে নেয়া হয়েছিল। বর্তমানে দলটির অধিনায়ক রোহিত পুড়েল। লামিচানের এশিয়া কাপে খেলার ব্যাপারে সেও আগাম আশাবাদী ছিলেন। আগামী ৩০ আগস্ট এশিয়া কাপের উদ্বোধনী ম্যাচে পাকিস্তানের বিপক্ষে মাঠে নামবে নেপাল।