আলিস ইসলাম চোটে পড়ায় কপাল খুলল জাকেরের। লঙ্কানদের বিপক্ষে তিন ম্যাচের সিরিজ দিয়ে দ্বিতীয় বারের মতো জাতীয় দলে ডাক পেয়েছেন তিনি। এর আগে গত বছর আয়ারল্যান্ড সিরিজেও ডাক পেয়েছিলেন ডানহাতি এই ব্যাটার।
এবারের বিপিএলে জাকের আলী আলো ছড়িয়েছেন। ছোট হলেও বেশ কয়েকটি কার্যকরী ও ক্যামিও ইনিংস খেলেন কুমিল্লা ভিক্টোরিয়ান্সের এই ব্যাটার। ১৪ মাচের ১০ ইনিংসে খেলে তিনি করেন ১৯৯ রান। স্ট্রাইকরেটটাও উঁচু মানের, ১৪১.১৩। এরমধ্যে ৮ ইনিংসে তিনি ছিলেন অপরাজিত। তাকে নিয়ে গত ১৫ ফেব্রুয়ারি সালাউদ্দিন আক্ষেপ প্রকাশ করেছিলেন। জাকের সঠিক মূল্যায়ন পাচ্ছেন না বলেই মনে হয়েছিল কোচের।
আগামী ৪ মার্চ থেকে শ্রীলঙ্কার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে মুখোমুখি হবে বাংলাদেশ। তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ শেষে দুদলের মধ্যে অনুষ্ঠিত হবে সমানসংখ্যক ওয়ানডে ও ২টি টেস্ট ম্যাচ। এ সিরিজ থেকেই নতুন জার্সি পরে খেলতে নামবে লাল সবুজের প্রতিনিধিরা।