ইরানের কাছে হেরে বিশ্বকাপ মিশন শুরু করলো চ্যাম্পিয়ন ব্রাজিল

প্রথমার্ধে বড় ব্যবধানে এগিয়ে থেকেও জিততে পারলো না ব্রাজিল। চলমান ফিফা অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে পরাজয়ের তিক্ত স্বাদ পেয়েছে ব্রাজিলের যুবারা। শনিবার (১১ নভেম্বর) ব্রাজিল ইরানের কাছে হেরেছে ৩-২ গোলে।

টুর্নামেন্টটির ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ব্রাজিল। দ্বিতীয় সর্বোচ্চ সফল দলও তারা। সেলেসাও জুনিয়ররা এখন পর্যন্ত চারবার বিশ্বকাপ শিরোপা ঘরে তুলেছে তারা। বিশ্বকাপের দ্বিতীয় দিনেই মাঠে নেমেছে নেইমার-ভিনিসিয়ুসদের উত্তরসূরীরা। বাংলাদেশ সময় সন্ধ্যা ছয়টায় ইরান অনূর্ধ্ব-১৭ দলের মুখোমুখি হয় তারা। ইন্দোনেশিয়ায় জাকারতা আন্তর্জাতিক স্টেডিয়ামে অনুষ্ঠিত হয় ম্যাচটি।

ম্যাচের ২৮ মিনিটে ব্রাজিলকে এগিয়ে নেন তরুণ ফুটবলার রায়ান। দ্বিতীয়টি আত্মঘাতী হলেও তাতে অবদান ছিল সেই রায়ানেরই। ২-০ গোলে এগিয়ে থেকে প্রথমার্ধ শেষ করে তারা।

ম্যাচের দ্বিতীয়ার্ধে বড় চমক দেখায় ইরান। তিন গোল করে ব্রাজিলকে রীতিমতো চমকে দেয় তারা। ম্যাচের ৫৪, ৬৯ আর ৭৩ মিনিটে গোল করে ব্রাজিলকে লজ্জার পরাজয় দেয় এশিয়ান দেশটি। ইরানের হয়ে গোল করেন ইয়াকুব বারাজি, কাসরা তাহেরি এবং ইসমাইল ঘোলিজাদেহ।