দুই উইকেট ও ১৮ ওভার রেখেই ভারতের বিপক্ষে হার মেনে নিল পাকিস্তান

SportsZone24 SportsZone24

ওভার ও উইকেট থাকতেও হার মেনে নিল পাকিস্তান। আগের দিনই ভারতের কাছে তেমন একটা পাত্তাই পায়নি পাকিস্তান। রিজার্ভ ডেতে এসে আরও দিশেহারা বাবর আজমের দল। কুলদীপ যাদবের ঘূর্ণিতে কাটা পড়ে ১৮ ওভার বাকি থাকতেই হার মেনে নিয়েছে বাবর আজমের দল।

কলম্বোতে সুপার ফোরের ম্যাচে পাকিস্তানকে ২২৮ রানের ব্যবধানে হারিয়েছে ভারত। ব্যাট হাতে বিরাট কোহলি এবং লোকেশ রাহুলের অনবদ্য সেঞ্চুরির পর বল হাতে ভারতকে নেতৃত্ব দিয়েছেন কুলদীপ যাদব। ৮ ওভার বল করে ২৫ রানের বিনিময়ে ৫ উইকেট নিয়েছেন বাঁহাতি এই চায়নাম্যান বোলার।

পাকিস্তানের বিপক্ষে সবচেয়ে বড় জয়ের এই রেকর্ড গড়া জয়ে সুপার ফোরের পয়েন্ট টেবিলে শীর্ষে উঠেছে ভারত। বাংলাদেশের বিপক্ষে বড় ব্যবধানে জিতলেও এই ম্যাচের হার তিন নম্বরে নামিয়েছে পাকিস্তানকে। টেবিলের দুইয়ে আছে শ্রীলঙ্কা। দুই ম্যাচের দুটোতেই হেরে তলানিতে বাংলাদেশ।

শুরুতে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে কেবল ২ উইকেট হারিয়ে ৩৫৬ রান করে ভারত। জবাবে ব্যাটিংয়ে নেমে ১২৮ রানে অল আউট পাকিস্তান। ইনজুরির কারণে বাবরদের শেষ দুই ব্যাটার নাসিম শাহ এবং হারিস রউফ এদিন ব্যাটিং করেননি।