আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশের বাঁচা-মরার ম্যাচ রোববার। এই ম্যাচে হারলে পরের দিনই ব্যাগ-প্যাক নিয়ে ঢাকা ফিরতে হবে সাকিব-মুশফিকদের। দারুণ কম্বিনেশনের দল গড়েও অপেক্ষাকৃত সহজ দল শ্রীলঙ্কার কাছে হেরে এখন খাঁদের কিনারে বাংলাদেশ। আফগানদের বিপক্ষে তাই জয়ের কোনো বিকল্প নেই সাকিবদের সামনে।
প্রথম ম্যাচে হারের পর বাংলাদেশ দলের কোচিং প্যানেল থেকে শুরু করে টিম ম্যানেজমেন্ট কারোরই বোঝার বাকি নেই সমস্যাটা কোথায়। আজ লাহোরে অনুশীলনে হয়তো সেসবই শুধরে দিয়েছেন কোচ চাণ্ডিকা হাথুরু সিংহে।
ম্যাচ পূর্ববর্তী হাথুরুর সংবাদ সম্মেলনেও প্রকাশ পেল তেমনটাই, ‘এটা খুবই গুরুত্বপূর্ণ ম্যাচ। অবশ্যই জিততে হবে আমাদের। শ্রীলঙ্কার বিপক্ষে শেষ ম্যাচে আমরা আমাদের সামর্থ্য অনুযায়ী খেলতে পারিনি। আমরা নিজেদের সেরাটা দিতে পারিনি। আমরা আত্মবিশ্বাসী যে আমরা আগামীকাল আফগানিস্তানের বিপক্ষে আমরা জয়ে ফিরব।’
চোটের কারণে দলে নেই তামিম ইকবাল, জ্বরের কারণে বাদ পড়েছেন লিটন দাস। দলের দুই ওপেনারকে ছাড়া বেশ চ্যালেঞ্জিং বলে মনে হচ্ছে হাথুরুর।
‘টপ অর্ডারে অভিজ্ঞদের ছাড়া খেলতে নামা যেকোনো দলের জন্যই বড় চ্যালেঞ্জ। আমাদের দুজনের একজন অসুস্থ এবং অন্যজন ইনজুরিতে থাকায় আমরা কিছুটা পিছিয়ে পড়েছি। তবে দলে যারা সুযোগ পেয়েছে তারা বেশ প্রতিভাবান বলেই এখানে এসেছে।’
জয়ের জন্য মরিয়া বাংলাদেশ দলের হেড কোচ চাণ্ডিকা অবশ্য সমীহ করেছেন আফগান বোলারদের। বিশেষ করে রশিদ খান, মুজিব উর রহমান কিংবা ফজল হক ফারুকির কথা বলতে ভুলে যাননি টাইগার কোচ।
‘আফগানিস্তানের বোলিং আক্রমণ বিশ্বের অন্যতম সেরা। তাদের দুজন বিশ্বমানের স্পিনার এবং পেসার রয়েছে। এটা অবশ্যই চ্যালেঞ্জ। আমরা সম্প্রতি তাদের বিপক্ষে খেলেছি। আমাদের খেলোয়াড়রা সফলতা পেয়েছে। তারা দল হিসেবে কেমন সেটা ভালো করেই জানি। সত্যি বলতে জয় পরাজয় নির্ভর করে নির্দিষ্ট দিনে আপনি কেমন পারফর্ম করবেন তার উপর।’