ব্যর্থ ২০১৫ বিশ্বকাপের পর ইংলিশদের দলে বড়সড় পরিবর্তন এসেছিল। যার ফলাফল হিসেবে তারা ২০১৯ সালে প্রথম বারের মত বিশ্বকাপ জয় করে। তবে চলতি বিশ্বকাপে দলটি তরুণদের থেকে বেশি প্রাধান্য দিয়েছে অভিজ্ঞ ক্রিকেটারদের। যার ফলাফল গ্রুপ পর্ব থেকেই বিদায়। তবে এবার চিন্তায় পরিবর্তন আনলো তারা।
আসন্ন ওয়েস্ট ইন্ডিজ সিরিজে বিশ্বকাপ স্কোয়াড থেকে ৯ ক্রিকেটারকে বাদ দিয়ে দল সাজিয়েছে ইংলিশরা।
চলতি বছরের ডিসেম্বরে ওয়েস্ট ইন্ডিজ সফরকে সামনে রেখে, রবিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে রঙিন পোশাকের দুই সংস্করণের স্কোয়াড ঘোষণা করেছে ইসিবি। যেখানে অভিজ্ঞদের বদলে তরুণদের বেশি প্রাধান্য দেয়া হয়েছে। এমনকি বিশ্বকাপের ১৫ জনের মাত্র ৬ জন সেই সিরিজে ডাক পেয়েছে। সেখানে অধিনায়ক জস বাটলার সুযোগ পেলেও জায়গা হারিয়েছেন সহ-অধিনায়ক মঈন আলী।
এই সিরিজে সুযোগ পেয়েছেন অভিষেকের অপেক্ষায় থাকা অলি পোপ, জশ টাং ও জন টার্নার। এমনকি টেস্ট দলের দুই ওপেনার বেন ডাকেট ও জ্যাক ক্রলিকেও নেয়া হয়েছে ওয়ানডেতে। তবে সিনিয়র ক্রিকেটারদের ব্যাপারে এখনই কোনও সিদ্ধান্ত নিতে পারছে না ইসিবি। এ প্রসঙ্গে রব কি বলেন, ‘আমার মনে হয় না আমি এমন অবস্থায় পৌঁছেছি যে, একেবারে বলে দিলাম তাদের (সিনিয়র ক্রিকেটারদের) কাজ শেষ।’
যদিও চ্যাম্পিয়ন্স ট্রফির কথা মাথায় রেখে যে দল সাজাচ্ছেন সেটা নিশ্চিত করেছেন কি। এ প্রসঙ্গে ইসিবির ব্যবস্থাপনা পরিচালক বলেন, ‘আমরা জানি বিশ্বকাপে কি হয়েছে। চ্যাম্পিয়ন্স ট্রফির মাত্র দুই বছর বাকি আছে। আপনি সবসময় ভেবেছেন এবার ভিন্নভাবে যেতে হবে।’
ক্যারিবিয়ানদের বিপক্ষে অ্যান্টিগায় তিন ম্যাচের ওয়ানডে সিরিজ শুরু হবে ৩ ডিসেম্বর। সেই মাঠেই সিরিজের দ্বিতীয় ওয়ানডে অনুষ্ঠিত হবে ৬ ডিসেম্বর। সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে ৯ ডিসেম্বর বার্বাডোসে মুখোমুখি হবে তারা। এরপর ১২ ডিসেম্বর একই মাঠে শুরু হবে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। পরের দুই ম্যাচ ১৪ ও ১৬ তারিখ অনুষ্ঠিত হবে গ্রেনাডায়। সিরিজের শেষ দুই ম্যাচ হবে ত্রিনিদাদে ১৯ ও ২১ ডিসেম্বরে।
ওয়ানডে স্কোয়াড:
জস বাটলার (অধিনায়ক), রেহান আহমেদ, গাস অ্যাটকিনসন, হ্যারি ব্রুক, ব্রাইডন কার্স, জ্যাক ক্রলি, স্যাম কারান, বেন ডাকেট, টম হার্টলি, উইল জ্যাকস, লিয়াম লিভিংস্টোন, ওলি পোপ, ফিল সল্ট, জশ টাং ও জন টার্নার।
টি-টোয়েন্টি স্কোয়াড:
জস বাটলার (অধিনায়ক), রেহান আহমেদ, মইন আলী, গাস অ্যাটকিনসন, হ্যারি ব্রুক, স্যাম কারান, বেন ডাকেট, উইল জ্যাকস, লিয়াম লিভিংস্টোন, টাইমাল মিলস, আদিল রাশিদ, ফিল সল্ট, জশ টাং, রিস টপলি, জন টার্নার ও ক্রিস ওকস।