৭৭১ রানের রেকর্ড গড়া ম্যাচে অস্ট্রেলিয়ার ৫ রানের শ্বাসরুদ্ধকর জয়

SportsZone24 SportsZone24

৭৭১ রানের ম্যাচে অস্ট্রেলিয়ার শ্বাসরুদ্ধকর জয়। রাচিন রবীন্দ্রের গড়ে দেওয়া ভিতে দাঁড়িয়ে ঝড়ো ব্যাটিংয়ে জিমি নিশাম ম্যাচটা সহজ করে আনেন। কিন্তু ভাগ্য সহায় হয়নি। শেষ ওভারে প্রয়োজন ছিল ১৯, নিউ জিল্যান্ড থামে ১৩ রান নিয়ে। ডাবলস নিতে গিয়ে রানআউট হয়ে ফেরেন নিশাম। এখানেই বদলে যায় ভাগ্য।

৭৭১ রানের শ্বাসরুদ্ধকর ম্যাচে শেষ পর্যন্ত অস্ট্রেলিয়া মাত্র ৫ রানে জয় নিয়ে মাঠ ছাড়ে। বিশ্বকাপের ইতিহাসে এক ম্যাচে সর্বোচ্চ রানের রেকর্ড এটি।

SportsZone24 SportsZone24

টস হেরে শনিবার (২৮ অক্টোবর) ধর্মশালায় ব্যাটিং করতে নেমে ৩৮৮ রানে অলআউট হয় অস্ট্রেলিয়া। তাড়া করতে নেমে ৯ উইকেটে ৩৮৩ রান করে নিউ জিল্যান্ড।