ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে (সিপিএল) প্রথম ১০ আসরে পাঁচবারই ফাইনালে উঠেছে গায়ানা। প্রথম দুই আসরে টানা ফাইনাল খেলার পর টানা দুই ফাইনাল খেলেছে ষষ্ঠ ও সপ্তম আসরেও। কিন্তু প্রতিটি আসরেই তাদের ফিরতে হয়েছিল স্বপ্নভঙ্গের বেদনা সঙ্গী করে। অবশেষে ষষ্ঠ ফাইনালে এসে দুঃখ ঘুচল গায়ানার।
TROPHY LIFT – A 10 year wait has finally come to an end… CONGRATULATIONS WARRIORS 🇬🇾 #CPL23 #CPLFinal #TKRVGAW#CricketPlayedLouder #BiggestPartyInSport pic.twitter.com/qxS4nfQI7T
— CPL T20 (@CPL) September 25, 2023
সোমবার (২৫ সেপ্টেম্বর) সিপিএলের ১১তম আসরের ফাইনালে ত্রিনবাগো নাইট রাইডার্সকে ৯ উইকেটে হারিয়ে প্রথমবারের মতো শিরোপা জিতেছে গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্স।
এর আগে চারবার ফাইনাল খেলে প্রতিবারই শিরোপা জিতেছিল ত্রিনবাগো। অবশেষে পঞ্চম ফাইনালে এসে হারের মুখ দেখল আসরের সফলতম দলটি।
‘ফাইনাল মানেই হার’ যাদের ঐতিহ্য, সেই গায়ানার বিপক্ষে এদিন পাত্তাই পায়নি ত্রিনবাগো। প্রভিডেন্স স্টেডিয়ামে প্রথমে ব্যাট করে ১৮.১ ওভারে মাত্র ৯৪ রানে অলআউট হয়ে যায় ত্রিনবাগো। নিকলাস পুরাণেরে দলের পক্ষে সর্বোচ্চ ৩৮ রান করেন কিসি কার্টি। এছাড়া দুই অঙ্কের রান করতে পেরেছেন আর মাত্র দুজন। মার্ক ডোয়াল ১৬ রান এবং চ্যাডউইক ওয়ালটন করেন ১০ রান।
ত্রিনবাগো মূলত ধসে পড়েছে দুই প্রোটিয়া ডোয়াইন প্রিটোরিয়াসের পেস ও ইমরান তাহিরের স্পিনের ভেল্কিতে। সেই সঙ্গে ছিলেন গায়ানিস স্পিনার গুদাকেশ মোতি। ৪ ওভারে ২৬ রানের বিনিময়ে ৪ উইকেট শিকার করেন প্রিটোরিয়াস। অন্যদিকে ৪ ওভারে যথাক্রমে ৭ ও ৮ রান দিয়ে দুটি করে উইকেট শিকার করেন গুদাকেশ মোতি ও ইমরান তাহির। বাকি দুই উইকেট শিকার করেন রোমারিও শেফার্ড ও রনসফোর্ড বিটন।
দুর্ভাগা কাকে বলে তার বড় উদাহরণ বলা যায় গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্সকে। ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে প্রথম ১০ আসরে পাঁচবারই ফাইনালে উঠেছে গায়ানা। প্রথম দুই আসরে টানা ফাইনাল খেলার পর টানা দুই ফাইনাল খেলেছে ষষ্ঠ ও সপ্তম আসরেও। কিন্তু প্রতিটি আসরেই তাদের ফিরতে হয়েছিল স্বপ্নভঙ্গের বেদনা সঙ্গী করে। অবশেষে ষষ্ঠ ফাইনালে এসে দুঃখ ঘুচল গায়ানার।
জবাবে ব্যাট করতে নেমে ১৫ রানেই কিমো পলের উইকেট হারায় গায়ানা। তবে এরপর বাকি সময়টা পাকিস্তানি ব্যাটার সালিম আইয়ুব ও বার্বাডিয়ান শাই হোপ মিলে দারুণভাবে কাটিয়ে দেন। সালিম আইয়ুব চার ছয়ের ঝড় তুললেও সাবধানী ব্যাটিং করেন হোপ। ৪১ বলে ২ চার ও ৫ ছয়ে ৫২ রানে অপরাজিত থাকেন সালিম। ৩২ বলে ৩২ রান করে তাকে সঙ্গ দেন হোপ।
ফাইনালের সেরা খেলোয়াড় হয়েছেন প্রিটোরিয়াস। আর টুর্নামেন্টসেরাও গায়ানার শাই হোপ।
They've Done It‼️ The Amazon Warriors are #CPL23 Champions 🏆.#CPLFinal #TKRVGAW#CricketPlayedLouder #BiggestPartyInSport pic.twitter.com/1VdheycFov
— CPL T20 (@CPL) September 25, 2023