২০২৬ বিশ্বকাপের লাতিন আমেরিকা বাছাইপর্বে প্রথম দুই ম্যাচ জয় তুলে শুরুটা দারুণ করেছে ব্রাজিল। এবার পরের দুই ম্যাচের জন্য দল ঘোষণা করলো পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। আগামী মাসের ১৩ ও ১৮ তারিখ ঘরের মাঠে ভেনেজুয়েলা ও পরে উরুগুয়েতে খেলতে যাবেন নেইমাররা।
বিশ্বকাপ বাছাইয়ের প্রথম দুই ম্যাচে জিতে শুরুটা দারুণভাবে করেছে ব্রাজিল। বলিভিয়াকে ৫-১ গোলে উড়িয়ে দেওয়ার পর পেরুর বিপক্ষে পেয়েছে ১-০ ব্যবধানের জয়। এবারও জয়ের লক্ষ্যে শক্তিশালী দল ঘোষণা করলেন ব্রাজিলের ভারপ্রাপ্ত কোচ ফার্নান্দো দিনিজ।
দিনিজের ঘোষিত দলে বড় কোনো চমক নেই। তবে এই ম্যাচ দিয়ে চোট কাটিয়ে দলে ফিরেছেন ব্রাজিলের রিয়াল মাদ্রিদ তারকা ভিনিসিয়াস জুনিয়র। সর্বশেষ দুই ম্যাচের আগে ঘোষিত দলে ছিলেন না ভিনিসিয়াস। চোটে পড়ার কারণে তাকে বাদ দিয়ে দলে ফেরানো হয় রাফিনহাকে।
আগামী দুই ম্যাচের জন্য ব্রাজিল দল
গোলকিপার:
আলিসন (লিভারপুল), এডারসন (ম্যানচেস্টার সিটি), লুকাস পেরি (বোতাফোগো)।
ডিফেন্ডার:
দানিলো (জুভেন্টাস), ভান্দারসন (মোনাকো), রেনান লোদি (মার্শেই), কাইয়ো হেনরিক (মোনাকো), গাব্রিয়েল মাগালাইস (আর্সেনাল), মার্কিনিওস (পিএসজি), নিনো (ফ্লুমিনেন্স), ব্রেমার (জুভেন্টাস)।
মিডফিল্ডার:
ব্রুনো গিমারেজ (নিউক্যাসল), গারসন (ফ্লুমিঙ্গো), আন্দ্রে (ফ্লুমিনেন্স), ক্যাসেমিরো (ম্যানচেস্টার ইউনাইটেড), রাফায়েল ভেইগা (পালমেইরাস)
ফরোয়ার্ড:
নেইমার (আল হিলাল), রিচার্লিসন (টটেনহাম), রদ্রিগো (রিয়াল মাদ্রিদ), ভিনিসিয়াস জুনিয়র (রিয়াল মাদ্রিদ), ম্যাথাউস কুনিয়া (উলভারহ্যাম্পটন), গ্যাব্রিয়েল জেসুস (আর্সেনাল), রাফিনিহা (বার্সেলোনা)।
Lista divulgada! 🤩🇧🇷
O treinador Fernando Diniz convocou os 23 atletas para os duelos de outubro contra a Venezuela, no dia 12, e contra o Uruguai, no dia 17.
Com seis pontos, o Brasil é líder das Eliminatórias da Copa do Mundo 2026.
Vai, Brasil! 💪 pic.twitter.com/GE0g9bTqZT
— CBF Futebol (@CBF_Futebol) September 23, 2023