সাব্বির-আশরাফুল-মমিনুলসহ বিপিএলে দল পাননি যারা

SportsZone24 SportsZone24

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দশম আসরের ড্রাফট শেষ হয়েছে। অনেকের কপাল খুলে গেলেও ড্রাফটে অবিক্রীত রয়ে গেছেন মুমিনুল হক, সাব্বির রহমান ও মোহাম্মদ আশরাফুলের মতো ক্রিকেটাররা।

রোববার রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে ড্রাফট অনুষ্ঠিত হয়। ছয়টি ফ্র্যাঞ্চাইজি এই ড্রাফটে অংশগ্রহণ করে। ফ্র্যাঞ্চাইজিগুলো হলো কুমিল্লা ভিক্টোরিয়ান্স, রংপুর রাইডার্স, ফরচুন বরিশাল, দুর্দান্ত ঢাকা, খুলনা বরিশাল ও সিলেট সিক্সার্স।

SportsZone24 SportsZone24

৭ ক্যাটাগরিতে বিপিএলের ড্রাফটে ২০৩ দেশি ক্রিকেটারের নাম ছিল। সাব্বির-মুমিনুলরা ড্রাফটে থাকলেও তাদের প্রতি আগ্রহ দেখায়নি কোনো ফ্র্যাঞ্চাইজি। আগামী বছরের শুরুতে অনুষ্ঠিত হবে বিপিএলের এবারের আসর।

আরো পড়ুন- প্লেয়ার্স ড্রাফট শেষে “বিপিএলের ৭ দলের পূর্ণাঙ্গ স্কোয়াড”

দল পাননি যারা:
মোহাম্মদ আশরাফুল, সাব্বির রহমান, মুক্তার আলী, সোহাগ গাজী, মুমিনুল হক, রুয়েল মিয়া, আবু জায়েদ রাহী, এনামুল জুনিয়র, অলক কাপালি, জুনায়েদ সিদ্দিকি, জহুরুল ইসলাম অমি, শফিউল ইসলাম, মেহেদী হাসান রানা, শামসুর রহমান শুভ, সানজামুল হক, সাদমান ইসলাম, আমিনুল ইসলাম বিপ্লব, জুবায়ের হোসেন লিখন, মুনিম শাহরিয়ার।