এশিয়া কাপের দলে ডাক পেলেন বিজয়; আজই যাবেন শ্রীলঙ্কায়

SportsZone24 SportsZone24

অসুস্থতার কারণে এশিয়া কাপে বাংলাদেশের দল থেকে ছিটকে গেলেন লিটন দাস। তার বদলি হিসেবে দলে ডাক পেয়েছেন এনামুল হক বিজয়।

আজ বৃহস্পতিবার (৩০ আগস্ট) সকালে বিষয়টি নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বিসিবি আরও জানিয়েছে আজই দলের সঙ্গে যোগ দেবেন বিজয়।

বিজয়কে দলে অন্তর্ভূক্ত করার ব্যাপারে জাতীয় নির্বাচক প্যানেলের চেয়ারম্যান মিনহাজুল আবেদীন নান্নু বলেন, ‘বিজয় ঘরোয়া ক্রিকেটে রান করছেন এবং আমরা তাকে সবসময় নজরে রেখেছি। সে সবসময়ই আমাদের বিবেচনায় ছিলেন।’

তিনি আরও বলেন, ‘লিটনের অনুপস্থিতিতে উইকেট কিপিং করতে পারবে এমন একজন টপ অর্ডার ব্যাটসম্যান দরকার ছিল আমাদের। সে হিসেবেই আমরা বিজয়কে নিয়েছি।’

জাতীয় দলের হয়ে ৪৪টি ওয়ানডে খেলে ১২৫৪ রান করেছেন নিজয়। যার মধ্যে তিনটি সেঞ্চুরিও রয়েছে। গত বছরের ডিসেম্বরে ভারতের বিপক্ষে দেশের হয়ে শেষ ওয়ানডে খেলেছিলেন বিজয়।

বাংলাদেশ দল:
সাকিব আল হাসান (অধিনায়ক), নাজমুল হোসেন শান্ত, তাওহীদ হৃদয়, মুশফিকুর রহিম, আফিফ হোসেন ধ্রুব, মেহেদি হাসান মিরাজ, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ, মুস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম, নাসুম আহমেদ, শেখ মেহেদী হাসান, নাঈম শেখ, শামীম হোসেন, তানজিদ হাসান তামিম, তানজিম হাসান সাকিব ও এনামুল হক বিজয়।