ইংল্যান্ডের পর অস্ট্রেলিয়াকে হারিয়ে সেমিফাইনালে বাংলাদেশ

SportsZone24 SportsZone24

ইংল্যান্ডের বার্মিংহামে অনুষ্ঠিত আইবিএসএ ওয়ার্ল্ড-২০২৩ গেমস ক্রিকেটে নিজেদের প্রথম ম্যাচে স্বাগতিক ইংল্যান্ডকে হারানোর পর দ্বিতীয় ম্যাচে অস্ট্রেলিয়াকে হারিয়ে সেমিফাইনালে উঠেছে বাংলাদেশ ব্লাইন্ড ক্রিকেট দল।

বাংলাদেশ দল এদিন অস্ট্রেলিয়াকে ৫৩ রানের বড় ব্যাবধানে হারিয়েছে। সেমিফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ শক্তিশালী ভারত। শনিবার (২৬ আগস্ট) অনুষ্ঠিত হবে সেমিফাইনাল ম্যাচটি।

বার্মিংহামের কিং অ্যাডওয়ার্ডস স্কুল মাঠে এদিন আগে ব্যাটে করে বাংলাদেশ দল নির্ধারিত ২০ ওভারে ৩ উইকেট হারিয়ে ১৮৭ রানের বড় স্কোর দাড় করায়। বাংলাদেশের পক্ষে সালমান ৭১, আশিকুর ৫০ ও ৫২ রানে অপরাজিত ছিলেন রাব্বি।

১৮৮ রানের বড় টার্গেটে খেলতে নেমে নির্ধারিত ২০ ওভারে অজিরা ৮ উইকেট হারিয়ে মাত্র ১৩৪ রান করে। ফলে বাংলাদেশ ব্লাইন্ড ক্রিকেট দল জয় পায় ৫৩ রানে।