নান্নুর বিদায়; বিসিবির নতুন নির্বাচক লিপু

বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবির নির্বাচক প্যানেল থেকে নান্নু-বাশারের বিদায়, নতুন প্রধান নির্বাচক হিসেবে নিয়োগ পেলেন গাজ আশরাফ হোসেন লিপু।

২০২৩ সালের ডিসেম্বরেই চুক্তির মেয়াদ শেষ হয়ে গিয়েছিল মিনহাজুল আবেদীন নান্নুর। গুঞ্জন ছিল তার সঙ্গে চুক্তি নবায়ন করবে না বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। কিন্তু জাতীয় নির্বাচন সহ নানা কারণে বিসিবির কার্য নির্বাহী পরিষদের সাধারণ সভা না হওয়ায় দায়িত্ব পালন করে যাচ্ছিলেন তিনি। শেষ পর্যন্ত দায়িত্ব ছাড়তে হচ্ছে তাকে। নতুন প্রধান নির্বাচক করা হয়েছে সাবেক অধিনায়ক গাজী আশরাফ হোসেন লিপু।

নান্নুর নেতৃত্বাধীন নির্বাচক প্যানেল থেকে বিদায় নিতে হচ্ছে হাবিবুল বাশার সুমনকেও। তবে টিকে গেছেন আব্দুর রাজ্জাক। নতুন নির্বাচক প্যানেলে থাকছেন তিনি। তার সঙ্গে যোগ দিচ্ছেন হান্নান সরকার। এতোদিন যুবাদের নির্বাচক হিসেবে ছিলেন তিনি।