বাংলাদেশের বিশ্বকাপ দলে ডাক পেল এক ভারতীয়

SportsZone24 SportsZone24

আসছে ৫ অক্টোবর থেকে ভারতের মাটিতে বসছে ওয়ানডে বিশ্বকাপ। বিশ্বকাপের দল এখনো ঘোষণা করেনি বাংলাদেশ। তবে এই বিশ্বকাপের জন্য ভারতীয় এক কোচকে দলে ভিড়িয়েছে বাংলাদেশ দল।

বিশ্বকাপের আগে আবার ভারতীয় কোচের শরণাপন্ন বাংলাদেশ। শ্রীধরন শ্রীরামকে টেকনিক্যাল বিশেষজ্ঞ হিসাবে নিয়োগ করার সিদ্ধান্ত নিয়েছে তারা। আগামী ৫ অক্টোবর থেকে বিশ্বকাপ শুরু। টাইগারদের প্রথম ম্যাচ আফগানিস্তানের বিরুদ্ধে ৭ অক্টোবর ধরমশালায়।

SportsZone24 SportsZone24

এবারেত বিশ্বকাপ দলের টিম ডিরেক্টর খালেদ মাহমুদ সুজন এই বিষয়ে জানিয়েছেন, ‘আমরা শ্রীরামকে টেকনিক্যাল বিশেষজ্ঞ হিসাবে নিয়োগ করেছি। বিশ্বকাপে আমাদের দলকে সাহায্য করবেন উনি।’

গত বছর টি-টোয়েন্টি বিশ্বকাপেও শ্রীরাম একই দায়িত্বে ছিলেন। এবার বিশ্বকাপ ভারতের মাটিতে হবার কারণেই মুলত শ্রীরামকে আবার নিয়োগ দিল বিসিবি।

উল্লেখ্য, অতীতে অস্ট্রেলিয়ার বোলিং কোচ হিসাবে কাজ করেছেন শ্রীরাম। ভারতের হয়ে আটটি এক দিনের ম্যাচ খেলেছেন। তবে ঘরোয়া ক্রিকেট খেলেছেন টানা ১৮ বছর।