বড় অংকের বোনাস পেতে যাচ্ছে এশিয়াকাপ চ্যাম্পিয়ন যুবারা

সংযুক্ত আরব আমিরাতকে হারিয়ে প্রথমবারের মতো যুব এশিয়া কাপের শিরোপা জিতেছিল বাংলাদেশ। দেশে ফেরার পর টাইগার যুবাদের ঘরোয়া আয়োজনে সংবর্ধনা দেয় দেশের ক্রিকেটের নিয়ন্তা সংস্থা-বিসিবি। তবে নির্বাচনী ব্যস্ততার কারণে সেখানে উপস্থিত ছিলেন না বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। যে কারণে পরবর্তীতে মাহফুজুর রহমান রাব্বিদের সঙ্গে ডিনারের আয়োজন করেন বিসিবি বস।

এশিয়া কাপ শিরোপাজয়ী ক্রিকেটারদের জন্য বোনাসের ঘোষণা দিয়েছে বিসিবি। ক্রিকেটারদের পাশাপাশি দলের সঙ্গে থাকা কোচিং স্টাফরাও বোনাস পাচ্ছেন।

গণমাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন যুব টাইগারদের নির্বাচক হান্নান সরকার। তবে কত অঙ্কের টাকা বোনাস পাচ্ছে, সেই বিষয়ে কিছুই জানাননি তিনি।

গুঞ্জন আছে, বোনাস হিসেবে এক লাখ টাকা করে পাবেন যুব ক্রিকেটাররা। আর কোচিং স্টাফরা পাবেন ৫০ হাজার টাকা করে।

উল্লেখ্য, আগামী ১৯ জানুয়ারি দক্ষিণ আফ্রিকায় বসবে যুব বিশ্বকাপ। যেখানে ‘এ’ গ্রুপে রয়েছে ২০২০ শিরোপাজয়ী বাংলাদেশ। সেখানে ভারত ছাড়াও আয়ারল্যান্ড ও যুক্তরাষ্ট্রের বিপক্ষে খেলবে টাইগার যুবারা। আগামী ২০ জানুয়ারি ব্লুমফন্টেইনের মানগাউং ওভালে বর্তমান চ্যাম্পিয়ন ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্ব আসর শুরু করবে টাইগার যুবারা।