এশিয়া ট্যুরে আসছে আর্জেন্টিনা, প্রতিপক্ষ ও দিনক্ষণ চূড়ান্ত

মার্চে আন্তর্জাতিক সূচিতে ইউরোপে পাড়ি জমাবে ব্রাজিল। তবে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা কী করবে, তা নিয়ে ধোঁয়াশা ছিল। তবে এবার সব জল্পনার প্রহর শেষে জানা গেল, মেসিদের পরের ম্যাচের প্রতিপক্ষ। একইসঙ্গে ম্যাচের ভেন্যুও চূড়ান্ত হয়েছে।

পূর্বপরিকল্পনা অনুযায়ী, মার্চ উইন্ডোতে এশিয়ান দেশ চীনে উড়াল দেবে লিওনেল মেসি অ্যান্ড কোং। চীনের ফুটবল উন্মাদনা ও বাজার পরিস্থিতি বিবেচনায় এই সিদ্ধান্ত নিয়েছে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়নরা। তবে সেখানে এশিয়ার কোনো প্রতিপক্ষের বিপক্ষে খেলবে না লে আলবিসেলেস্তেরা।

মঙ্গলবার (৩০ জানুয়ারি) সকাল ৯টা ৫৪ মিনিটে নিজেদের সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে বিষয়টি জানিয়েছে আর্জেন্টিনার ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ)।

এএফএ জানিয়েছে, চীনে আফ্রিকান দুই পরাশক্তি নাইজেরিয়া এবং আইভরি কোস্টের বিপক্ষে খেলবে তারা। হাংজুর অলিম্পিকস স্পোর্টস সেন্টার স্টেডিয়ামে নাইজেরিয়ার বিপক্ষে এবং বেইজিং’র ওয়ার্কাস স্টেডিয়ামে আর্জেন্টিনার প্রতিপক্ষ আইভরি কোস্ট।

এদিকে মার্চের কোন তারিখে ম্যাচ দুটি হবে, তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। তবে আর্জেন্টাইন গণমাধ্যম টিওয়াইসি স্পোর্টস জানিয়েছে, আগামী ১৮ থেকে ২৬ মার্চের মধ্যে যেকোনো সময়ে ম্যাচ দুটি হবে।

অন্যদিকে এই সফরে চীনের বিপক্ষেও ম্যাচ খেলার কথা ছিল আর্জেন্টিনার। তবে একই সময়ে সিঙ্গাপুরের বিপক্ষে চীনের বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচ আছে। তাই সেই পরিকল্পনা থেকে সরে এসেছে এএফএ।