প্রথম টাইমড আউটের বিরল রেকর্ড গড়লেন ম্যাথিউজ; নিয়ম কি বলছে?

এমন অদ্ভুত আউট হয়ত আগে দেখেনি ক্রিকেট। কাগজে কলমে ‘টাইমড আউট’ নামে আউট থাকলেও ক্রিকেটে আগে কোন ব্যাটারকেই এমন আউটে প্যাভিলিয়নে ফিরতে হয়নি। তবে বাংলাদেশের বিপক্ষে ক্রিজে দেরি করে নামায় টাইমড আউট হয়ে কোন বল না খেলেই আউট ঘোষণা করা হয়েছে লংকান ব্যাটার অ্যাঞ্জেলো ম্যাথিউসকে।

সামারাবিক্রমা সাকিবের বলে আউট হয়ে প্যাভিলিয়নে ফেরার পর নামার কথা ম্যাথিউসের। তবে খানিকটা দেরি করে ক্রিজে এসেছিলেন তিনি। সাথে হেলমেটের কিছু সমস্যার কারণে ব্যাটিং শুরু করেননি। তিনি খুব সম্ভবত ভুল হেলমেট নিয়ে মাঠে নেমেছিলেন। এরই মাঝে সাকিব আম্পায়ারের কাছে আবেদন করেন ম্যথিউসকে টাইমড আউট দেওয়ার ব্যাপারে। আইসিসির নিয়ম অনুযায়ী, ৩ মিনিটের মাঝে নতুন ব্যাটার ক্রিজে তৈরি না থাকলে তাকে আম্পায়ার আউট ঘোষণা করতে পারেন।

ম্যাথিউস বারবারই আম্পায়ার ও সাকিবকে বলছিলেন তার হেলমেটের সমস্যার ব্যাপারে। এ নিয়ে বেশ কয়েক মিনিট আম্পায়ারের সাথে তার তর্ক বিতর্কও হয়েছে। তবে শেষ পর্যন্ত সবাইকে অবাক করে দিয়ে ম্যাথিউসকে আউট ঘোষণা করেন আম্পায়ার। আন্তর্জাতিক ক্রিকেট ইতিহাসের প্রথম ব্যাটার হিসেবে টাইমড আউট হলেন ম্যাথিউস।

প্রথম শ্রেণীর ক্রিকেটে অবশ্য এর আগে বেশ কয়েকবার ঘটেছে এই টাইমড আউটের ঘটনা। ১৯৯৭ সালে উড়িষ্যা ও ত্রিপুরার মাঝে প্রথম শ্রেণীর ম্যাচে হেমুলান যাদব টাইমড আউট হয়েছিলেন ক্রিজে সময়মত না নামায়। এছাড়াও ১৯৮৭ সালে দক্ষিণ আফ্রিকায় অ্যান্ড্রু জর্ডান, ২০০২ সালে ইংলিশ কাউন্টিতে ভাসবার্ট ড্রেকস, ২০০৩ সালে ইংলিশ কাউন্টিতে এযে হ্যারিস ও ২০১৩-১৪ সালে ওয়েস্ট ইন্ডিজ লিগে রায়ান অস্টিন টাইমড আউটের শিকার হয়েছিলেন।