সিডনিতে নয় নম্বরে নেমে জামালের চমক; গড়লেন একাধিক রেকর্ড

স্বাগতিক অস্ট্রেলিয়ার কাছে প্রথম দুই টেস্ট হেরে সিরিজ হারিয়েছে সফরকারী পাকিস্তান। আজ সিডনিতে সিরিজের তৃতীয় ও শেষ টেস্ট খেলতে নেমেছে দু’দল। সিডনি ক্রিকেট গ্রাউন্ডে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেয় সফরকারীরা।

তবে আগে ব্যাট করার সিদ্ধান্ত যে খুব একটা কাজে আসেনি সেটি প্রমাণ করল পাকিস্তানের ব্যাটাররা। ব্যাট করতে নেমে প্রথম দুই ওপেনারের বিদায় দলীয় ৪ রানের ভেতর।

অস্ট্রেলিয়ায় আম্পায়ারিংয়ের ডাক পেলেন বাংলাদেশের সৈকত

ওপেনার আবদুল্লাহ শফিক ০ রানে ক্যাচ দেন মিচেল স্টার্কের বলে স্টিভেন স্মিথের হাতে। আরেক ওপেনার সিয়াম আইয়ুবকে শূন্য রানে ফেরান জশ হ্যাজেলউড। দুই ওপেনারের বিদায়ের পর অধিনায়ক শান মাসুদ ও বাবর আজম খানিকটা টিকে থাকলেও ৭০ বলে ৩৫ রান করা মাসুদ ক্যাচ দেন মিচেল মার্শের বলে।

অস্ট্রেলিয়া সফরে হতাশা বয়ে বেড়ানো বাবর এই ম্যাচেও হতাশ করেছেন। ৪০ বলে ২৬ রান করে লেগ বিফোর হন প্যাট কামিন্সের বলে। তবে সুযোগ পেয়ে মোহাম্মদ রিজওয়ান প্রমাণ করেছেন নিজেকে। ১০৩ বল খেলে ৮৮ রান করে ফিরেন কামিন্সের বলে ক্যাচ দিয়ে। আঘা সালমানের ব্যাটে আসে ৬৭ বলে ৫৩ রান।

তবে নয় নম্বর ব্যাটার আমের জামাল দেখিয়েছেন চমক। ওয়ানডে মেজাজে খেলে ৯৭ বলে ৯টি চার ও ৪টি ছক্কায় খেলেন ৮২ রানের ইনিংস। তার কল্যাণে ৭৭.১ ওভারে সব উইকেট হারিয়ে ৩১৩ রান ইনিংস শেষ করে পাকিস্তান। অস্ট্রেলিয়ার হয়ে ৫ উইকেট নেন প্যাট কামিন্স। ২টি উইকেট নেন মিচেল স্টার্ক।

এর এদিন ব্যাট হাতে ৮২ রান করে একাধিক রেকর্ড খাতায় নাম লিখিয়েছেন আমির জামাল।