আমির-ইমাদ-উসমানদের নিয়ে পাকিস্তানের চমকে ভরা দল ঘোষণা

জুনে টি-টোয়েন্টি বিশ্বকাপ। তার আগে অবসর ভাঙার হিড়িক পড়েছে পাকিস্তান ক্রিকেটে। ইসলামাবাদ ইউনাইটেডকে পিএসএল জিতিয়ে অবসর ভেঙেছেন ইমাদ ওয়াসিম। গতকাল একই সিদ্ধান্তের কথা জানিয়েছেন মোহাম্মদ আমিরও। দুজনের লক্ষ্য একটাই—প্রথমবার মার্কিন মুলুকে হতে যাওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলা।

তবে অবসর ভাঙলেও ইমাদ-আমিরের সেই স্বপ্ন কি পূরণ হবে? যুক্তরাষ্ট্রের টিকিট পাওয়ার আগে অবশ্য তাঁরা সুযোগ পাচ্ছেন নিজেকে প্রমাণের। সেই সুযোগ পেতেও বেশ চড়াই-উৎরাই পেরোতে হবে ইমাদ-আমিরকে। কী সেই সুযোগ? বিশ্বকাপের আগে নিজেদের মাটিতে নিউজিল্যান্ডের বিপক্ষে পাকিস্তানের পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। যেটিকে ভাবা হচ্ছে, মূল মঞ্চে নামার আগে শেষ প্রস্তুতি।

রাওয়ালিপিন্ডিতে ১৮ এপ্রিল থেকে শুরু হবে দুই দলের এই টি-টোয়েন্টি সিরিজ। তার জন্য ২৬ মার্চ থেকে কাকুলে ট্রেনিং ক্যাম্প শুরু করছে পাকিস্তান। ২৯ সদস্যের এই ট্রেনিং ক্যাম্পে আছেন ইমাদ ও আমির। অবসর ভেঙে ফেরার পর এ দুজনকে জাতীয় দলের বাকিদের সঙ্গে রেখেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।

এই ২৯ সদস্যের দলে জায়গা পেয়েছেন আরেক ক্রিকেটার, যার নাম উসমান খান। এবারের পাকিস্তান সুপার লিগে এই ব্যাটার করেছিলেন সর্বোচ্চ রান। হাঁকিয়েছেন ২ টি সেঞ্চুরিও। পাকিস্তানের ক্রিকেটে উপেক্ষিত হয়ে ২০২১ সালে আরব আমিরাতে পাড়ি জমিয়েছিলেন উসমান খান। এবারের পিএসএলেও মুলতানের সুলতানের হয়ে খেলেছিলেন বিদেশী কোটায়। ব্যাট হাতে তার দারুণ পারফর্ম করে সেই উসমান এবার ডাক পেলেন পাকিস্তান জাতীয় দলে।

মূল স্কোয়াডে জায়গা পেতে পিসিবি নির্বাচকদের নজরে পড়তে হবে সবার পারফরম্যান্স। তবে ইতিমধ্যে সেটি অনেকটা দেখিয়ে ফেলেছেন ইমাদ। ৩৫ বছর বয়সী এই স্পিন অলরাউন্ডার পিএসএলে ফাইনাল সেরা তো হয়েছেনই, দুই কোয়ালিফায়ার ম্যাচেও এ পুরস্কার জিতেছেন। তবে ৩১ বছর বয়সী পেসার আমির সেই পারফরম্যান্স খুব বেশি দেখাতে পারেননি। কোয়েট্টা গ্ল্যাডিয়েটর্সের হয়ে ৯ ইনিংসে নেন ১০ উইকেট। পাকিস্তানের ট্রেনিং ক্যাম্পে আছেন সম্প্রতি কেন্দ্রীয় চুক্তিতে ফেরা পেসার হারিস রউফও।

পাকিস্তানের ২৯ সদস্যের ট্রেনিং ক্যাম্প:
বাবর আজম, মোহাম্মদ রিজওয়ান, সাইম আইয়ুব, ফখর জামান, শাহিবজাদা ফারহান, হাসিবুল্লাহ, সৌদ শাকিল, উসমান খান, মোহাম্মদ হারিস, সালমান আলী আঘা, আজম খান, ইফতিখার আহমেদ, ইরফান খান নিয়াজি, শাদাব খান, ইমাদ ওয়াসিম, উসামা মীর, মোহাম্মদ নওয়াজ, মেহেরান মুমতাজ, আবরার আহমেদ, শাহীন শাহ আফ্রিদি, নাসিম শাহ, মোহাম্মদ আব্বাস আফ্রিদি, হাসান আলী, মোহাম্মদ আলী, জামান খান, মোহাম্মদ ওয়াসিম জুনিয়র, আমির জামাল, হারিস রউফ ও মোহাম্মদ আমির।