বিশ্বকাপের সবচেয়ে বুড়ো ৫ ক্রিকেটারের তালিকায় মাহমুদউল্লাহ রিয়াদ

২০২৩ ওয়ানডে বিশ্বকাপের বিশ্বকাপের বয়স্ক ৫ ক্রিকেটারের তালিকায় বাংলাদেশের মাহমুদউল্লাহ রিয়াদ। বিশ্বকাপের আর মাত্র ৪ দিন বাকি। এবারের আসরে শিরোপার জন্য খেলবে ১০ দল। যেখানে প্রথমবারের মতো ভারত এককভাবে ওয়ানডে বিশ্বকাপ আয়োজন করছে। ১০টি ভিন্ন ভেন্যুতে এবার ৪৮টি ম্যাচ অনুষ্ঠিত হবে। আগামী ১৯ নভেম্বর ফাইনালের মধ্যদিয়ে আসরের পর্দা নামবে।

ইংল্যান্ড ও নিউজিল্যান্ডের ম্যাচ দিয়ে উদ্বোধনী খেলা আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে গড়াবে। একই ভেন্যু ফাইনালও আয়োজন করবে। আসরের অন্য ভেন্যুগুলো হচ্ছে চেন্নাই, দিল্লি, পুনে, ধর্মশালা, লক্ষনৌ, মুম্বাই, কলকাতা ও ব্যাঙ্গালুরু।

এবারের আসরে অনেক অভিজ্ঞ ক্রিকেটার দেখা যাবে। যারা হয়তো নিজেদের শেষ বিশ্বকাপও খেলবেন। দেখে নেওয়া যাক এই আসরে সবচেয়ে বয়স্ক ৫ ক্রিকেটার।

৫/রবিচন্দ্রন অশ্বিন (ভারত) ৩৭ বছর ১৪ দিন: এবারের বিশ্বকাপে শেষ মুহূর্তে ভারতের স্কোয়াডে সুযোগ পান অশ্বিন। অক্ষর প্যাটেলের পরিবর্তে তিনি জায়গা পান। আইসিসির বেধে দেওয়া শেষ দিনে এই অভিজ্ঞ স্পিনারকে নিশ্চিত করে ভারত। বিরাট কোহলির সঙ্গে অশ্বিন মাত্র দ্বিতীয় ক্রিকেটার যিনি ২০১১ বিশ্বকাপের পর ভারতের স্কোয়াডে রয়েছেন। টিম ইন্ডিয়ার হয়ে কুলদীপ যাদব ও রবিন্দ্র জাদেজার সঙ্গে স্পিন বিভাগ সামলাবেন অশ্বিন। বিশ্বকাপে ভারতের হয়ে ১০টি ম্যাচ খেলেছেন অশ্বিন। শেষ বার ২০১৫ সালে খেলেছিলেন। ১৭টি উইকেট রয়েছে।

৪/মাহমুদউল্লাহ রিয়াদ (বাংলাদেশ) ৩৭ বছর ২৩৯ দিন: বাংলাদেশ মাহমুদউল্লাহ রিয়াদও শেষ মুহূর্তে সুযোগ পান। ডানহাতি এই ব্যাটার বাংলাদেশের প্রথম হিসেবে বিশ্বকাপে সেঞ্চুরি করেছিলেন। ২০১৫ বিশ্বকাপে অ্যাডিলেডে ইংল্যান্ডের বিপক্ষে শতকটি করেন তিনি।

২২১ ওয়ানডেতে ৫ হাজারের বেশি রান করা মাহমুদউল্লাহ ওয়ানডে ফরম্যাটে বাংলাদেশের অন্যতম অভিজ্ঞ ব্যাটার। তার নামের পাশে তিনটি সেঞ্চুরির পাশাপাশি ৮২টি উইকেটও আছে। এই আসরে যেহেতু তামিম ইকবাল নেই, তাই সাকিব আল হাসান ও মুশফিকুর রহিমের সঙ্গে অভিজ্ঞতা শেয়ার করতে পারবেন এই তারকা।

৩/মোহাম্মদ নবী (আফগানিস্তান) ৩৮ বছর ২৭৩ দিন: এই বিশ্বকাপে আফগানিস্তানের সবচেয়ে বয়স্ক ক্রিকেটার নবী। এই তারকা ব্যাটার আফগানদের হয়ে ২০০৯ থেকে ভরসা দিয়ে যাচ্ছেন। ২০১৫ সালে তার বিশ্বকাপে অভিষেক হয়েছিল। ১৪৭ ম্যাচে তিনি ৩ হাজারের বেশি রান করেছেন। রয়েছে একটি সেঞ্চুরি ও ১৬টি হাফসেঞ্চুরি। এছাড়া ১৫৪টি উইকেটও পেয়েছেন তিনি।

২/রোওলফ ভ্যান ডার মারউই (নেদারল্যান্ডস) ৩৮ বছর ২৭৪ দিন: বাঁহাতি স্পিন ও হার্ড হিটার হিসেবে পরিচিত রোওলফ ভ্যান ডার মারউই এই বিশ্বকাপে নেদারল্যান্ডসের ভরসা হতে পারেন। আন্তর্জাতিক ক্রিকেটে দক্ষিণ আফ্রিকার হয়ে অভিষেক হওয়া এই অলরাউন্ডার জাতীয়তা পরিবর্তন করে ২০১৫ সালে ডাচদের দলে যোগ দেন। এরপর ২০১৯ সালে নেদারল্যান্ডসের হয়ে ওয়ানডেতে অভিষেক হয়। এখন পর্যন্ত দেশটির হয়ে খেলেছেন ১৬টি ওয়ানডে। যেখানে ১৯টি উইকেট ও ৯৬ রান করেছেন।

১/ ওয়েসলি ব্যারেসি (নেদারল্যান্ডস) ৩৯ বছর ১৫১ দিন: এই বিশ্বকাপে সবচেয়ে বয়স্ক ক্রিকেটার ওয়েসলি ব্যারেসি। তিনি ডাচদের হয়ে ২০১১ বিশ্বকাপও খেলেছেন। যেখানে ওয়ানডেতে তার অভিষেক হয়ে ২০১০ সালে। তিনি দলটির হয়ে ৪৫ ম্যাচে ১১৯৩ রান করেছেন। আছে একটি সেঞ্চুরি ও ৮টি ফিফটি। উইকেটরক্ষকের ভূমিকায় তার নামের পাশে ২০টি ক্যাচ ও ৮টি স্টাম্পিং রয়েছে। তিনি ২০২১ সালে অবসরের ঘোষণা দিয়েছিলেন। তবে ২০২২ সালে অবসর ভেঙে আবার ফিরে আসেন।