চলতি মাসের র্যাংকিং প্রকাশ করেছে আন্তর্জাতিক ফুটবল নিয়ন্ত্রক সংস্থা ফিফা। যেখানে যথারীতি শীর্ষে আছে বেলজিয়াম।
বরাবরের মতো এবারও শীর্ষেই আছে ইউরোপীয় পাওয়ার হাউজখ্যাত বেলজিয়াম। শুধু বেলজিয়ামই নয় শীর্ষ পাঁচে থাকা দলগুলোর হয়নি কোন পরিবর্তন।
নতুন ঘোষিত র্যাংকিংয়ের সেরা দশে আছে
১) বেলজিয়াম
২) ফ্রান্স
৩) ব্রাজিল
৪) ইংল্যান্ড
৫) উরুগুয়ে
৬) ক্রোয়েশিয়া
৭) পর্তুগাল
৮) স্পেন
৯) আর্জেন্টিনা
১০) কলম্বিয়া
আমাদের বাংলাদেশের অবস্থান ১৮৭তম।