ইউরোপীয় ফুটবলের গোল্ডেন বয় ২০১৯ খেতাব জিতেছেন অ্যাটলেটিকো মাদ্রিদের তরুণ ফরোয়ার্ড জোয়াও ফেলিক্স। বরুশিয়া ডর্টমুন্ডের জাডেন সাঞ্চো ও বেয়ার লেভারকুসেনের কাই হাভের্টজকে পেছনে ফেলে এটি জিতেছেন পর্তুগালের ‘নতুন রোনালদো’।
গত মৌসুমে বেনফিকার হয়ে চমক দেখিয়েছেন ফেলিক্স। ১৫টি গোল করার পাশাপাশি করেছেন ৭টি এসিস্টও। তার দুর্দান্ত পারফরম্যান্সে মুগ্ধ হয়েই চলতি মৌসুমের শুরুতে ১১৩ মিলিয়ন পাউন্ডে বেনফিকা থেকে ২০ বছর বয়সী ফরোয়ার্ডকে দলে টানে অ্যাটলেটিকো। স্প্যানিশ ক্লাবটির হয়ে এখন পর্যন্ত ১৩ ম্যাচে করেছেন ৩ গোল।
ভোটে দ্বিতীয় হয়েছেন জাডেন সাঞ্চো, তৃতীয় হয়েছেন হাভের্টজ। রেড বুল সালজবুর্গের চমক জাগানো ফরোয়ার্ড আর্লিং হাল্যান্ড হয়েছেন চতুর্থ। পঞ্চম হয়েছেন গতবারের খেতাবধারী ডি লিট। ষষ্ঠ স্থানে আছেন বার্সেলোনার নতুন সেনসেশন আনসু ফাতি।