উয়েফা চ্যাম্পিয়ন্স লীগে বড় জয় পেয়েছে জার্মান ক্লাব বায়ার্ন মিউনিখ। রেড স্টার বেলগ্রেডকে তাদেরই ঘরের মাঠে ৬-০ গোলে উড়িয়ে দিয়েছে বাভারিয়ানরা।
প্রতিপক্ষের মাঠে বায়ার্নের গোল বন্যার শুরু চতুর্দশ মিনিটে। ফিলিপ কুটিনহোর ক্রসে হেডে ঠিকানা খুঁজে নেন জার্মান মিডফিল্ডার লেয়ন গোরেটস্কা।
লক্ষ্যে মোট ১৬টি শট নেওয়া বায়ার্ন বাকি পাঁচ গোল করে দ্বিতীয়ার্ধে। ৫৩তম মিনিটে স্পট কিকে স্কোরশিটে নাম লেখান লেভানদোস্কি। ৬০ ও ৬৪তম মিনিটে জালে বল পাঠিয়ে হ্যাটট্রিক পূরণ করেন তিনি। তিন মিনিট পর নিজের চতুর্থ ও দলের পঞ্চম গোলটি করেন পোলিশ এই স্ট্রাইকার।
আসরে তার মোট গোল হলো সর্বোচ্চ ১০টি। মৌসুমে তার গোলসংখ্যা দাঁড়ালো ২৭।
৮৯তম মিনিটে রেড স্টারের কফিনে শেষ পেরেক ঠুকে দেন ফরাসি মিডফিল্ডার তোলিসো।