Home গ্লিটজ

মুশফিককে ঘিরে ‘৩৩ মুশফিকের ছবি’ ভাইরাল

বন্ধুদের সাথে মুশফিকের ছবি।

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের মিস্টার ডিপেন্ডবল খ্যাত অন্যতম ব্যাটসম্যান এবং উইকেট রক্ষক মুশফিকুর রহীম। তার ভক্তকুলের অভাব নেই। যেখানেই যান সেখানেই ভক্তকুলের ভালোবাসায় সিক্ত হন। মুশফিকও ভক্তকুলকে ভালোবাসা দিতে এতটুকুও কার্পণ্য করেন না।

এদিকে এবার ঈদে মুশফিক সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ৩৩ জন বন্ধুর একটি ছবি দিয়ে ভাইরাল হয়েছেন জাতীয় দলের এই ক্রিকেটার।

গতকাল (১৩ আগস্ট) দুপুরে নিজের ভেরিফাইড ফেসবুক পেইজে একটা ছবি পোস্ট করেন বাংলাদেশের এই লিটল মাস্টার।

সেখানে দেখা যায়, দেশের কোনো একটি স্টেডিয়ামে ৩৩ জন বন্ধুকে নিয়ে ছবি তোলার জন্য দাঁড়িয়েছেন তিনি। সেই ছবি পরে ফেসবুকে পোস্ট করে ওপরে ক্যাপশনে লিখেন ‘ফ্রেন্ডস ফরেভার’।

ছবিতে বন্ধুরা সবাই মুশফিকের ১৫ নাম্বার জার্সি পরিহিত ছিলো।

উল্লেখ্য, ওই ছবি পোস্ট করার পর পরই ভাইরাল হয়। লাইক ও কমেন্টস ও শেয়ার হতে থাকে। যাদের অধিকাংশই মুশফিকের এমন বন্ধুভক্তের জন্য প্রশংসা করেন।