স্কটল্যান্ড অনুষ্ঠিত হতে যাওয়া ২০২০ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য ১৪ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড।
ইনজুরির কারনে দলে নেই ওয়ানডে অধিনায়ক রুমানা আহমেদ। টি-টোয়েন্টি দলের নেতৃত্ব পেয়েছেন যথারীতি সালমা খাতুন।
১৪ সদস্যের এই দলে সুযোগ পেয়েছেন দক্ষিণ আফ্রিকা সফরে নজর কাড়া পারফর্ম করা অধিনায়ক নিগার সুলতানা, রিতু মনি ও শামিমা সুলতানা। স্বাভাবিকভাবেই দলে আছেন, জাহানারা আলম, মুর্শিাদা খাতুন, খাদিজাতুল কোবরার মতো ক্রিকেটাররা।
এ মাসে শুরু হতে যাওয়া বিশ্বকাপ বাছাইয়ের জন্য ইতোমধ্যেই অনুশীলন ক্যাম্প শুরু করেছে স্কোয়াডে থাকা ক্রিকেটাররা। আজ শেষবারের মতো অনুশীলন করবেন তারা। এরপর আগামী ১৫ আগস্ট নেদারল্যান্ডসের উদ্দেশ্যে দেশ ছাড়বে জাতীয় দল।
সেখানে ১০ দিনের ক্যাম্প শেষে ২৫ আগস্ট স্কটল্যাস্কটল্যান্ডের যাবে সালমা খাতুনের দল। ৩১ আগস্ট পাপুয়া নিউগিনির বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু গবে টাউগ্রেসদের বিশ্বকাপ বাছাই মিশন।
বিশ্বকাপ বাছাইয়ের জন্য বাংলাদেশ নারী দল:
সালমা খাতুন (অধিনায়ক), জাহানারা আলম, মুর্শিদা খাতুন হ্যাপি, নাহিদা আক্তার, ফারগানা হক পিঙ্কি, সানজিদা ইসলাম, সোবানা মোস্তারি, রিতু মনি, খাদিজা তুল কুবরা, আয়েশা রহমান, ফাহিমা খাতুন, শায়লা রহমান, নিগার সুলতানা জ্যোতি, শামিমা সুলতানা।