৬০ লাখ টাকা বোনাস পাচ্ছেন জামাল ভূঁইয়ারা

SportsZone24 SportsZone24

আগেই নিজের ইচ্ছার কথা জানিয়েছিলেন বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন। মালদ্বীপকে হারিয়ে বিশ্বকাপের মূল বাছাইয়ে উঠতে পারলে বাংলাদেশ ফুটবল দলকে বড় অঙ্কের বোনাসের ঘোষণা দিয়েছিলেন তিনি।

সেই ঘোষণা অনুযায়ী শনিবার বাফুফের জরুরি নির্বাহী কমিটির সভায় বোনাস প্রদানের বিষয়টি নিশ্চিত করেছেন কাজী সালাউদ্দিন। পুরো দলকে ৬০ লাখ টাকা বোনাসের ঘোষণা দিয়েছেন তিনি।

SportsZone24 SportsZone24

বাফুফে সভাপতি বলেছেন, ‘আমি বলেছিলাম বোনাস দেব। সে অনুযায়ী দলকে ৬০ লাখ টাকা বোনাসের সিদ্ধান্ত নিয়েছি। এটা বিশ্ব ফুটবলের সংস্কৃতি। সেটাই অনুসরণ করার চেষ্টা করছি।’

বিশ্বকাপ বাছাইয়ের প্লে অফ ম্যাচে মালদ্বীপের বিপক্ষে প্রথম লেগ ১-১ গোলে ড্র হয়। ফিরতি লেগে কিংস অ্যারেনায় ২-১ গোলে জেতে বাংলাদেশ। বাছাইয়ের মূল পর্বে বাংলাদেশের প্রতিপক্ষ অস্ট্রেলিয়া, লেবানন ও ফিলিস্তিন।

মেলবোর্নে ১৬ নভেম্বর অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম ম্যাচ খেলবে বাংলাদেশ।

চার দিনের ব্যবধানে ঢাকায় বাংলাদেশের পরবর্তী ম্যাচ ২১ নভেম্বর লেবাননের বিপক্ষে। এরপর ঢাকায় ফিলিস্তিন ম্যাচ ২০২৪-এর ২১ মার্চ, পাঁচ দিনের ব্যবধানে ফিলিস্তিনের বিপক্ষে অ্যাওয়ে ম্যাচ। ৬ জুন ঢাকায় প্রতিপক্ষ অস্ট্রেলিয়া এবং ১১ জুন শেষ ম্যাচে প্রতিপক্ষ লেবানন।