২২৯ রানের লজ্জাজনক হারের পর যা বললেন জস বাটলার

বাটলার নিজেকে দোষী ভাবতেই পারেন। মহাগুরুত্বপূর্ণ টসে জয়লাভ করার পরেও ব্যাটিং সহায়ক উইকেটে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বোলিং নিয়ে তার খেসারত দিতে হলো তাকে। প্রোটিয়ারা পিচের পূর্ণ সহায়তা নিয়ে ইংলিশ বোলারদের পিটিয়ে তুলোধুনো করে ৩৯৯ রানের বিশাল সংগ্রহ দাড় করায়। জবাবে মাত্র ১৭০ রানেই অলআউট হয়ে যায় ইংল্যান্ড।

ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে জস বাটলারের তাই অসহায় আত্মসমর্পণ। তিনি বলেন, ‘আপনাকে ম্যাচের পর এসব নিয়ে ভাবতে হবে এবং সিদ্ধান্তগুলোকে কাটাছেড়া করতে হবে। আপাতদৃষ্টিতে প্রচণ্ড গরম ও মানসিকভাবে এগিয়ে থাকার জন্যে হলেও আগে ব্যাটিং নেওয়াটা সঠিক সিদ্ধান্ত হতো। কিন্তু এটি আমারই সিদ্ধান্ত যা তখন নিয়েছিলাম এবং আমি এখনো বিশ্বাস করি যদি আমরা ৩৪০-৩৫০ লক্ষ্য তাড়া করতাম হয়তো এই কন্ডিশনে সেটি টপকেও যেতাম।’

দিল্লিতে আফগানিস্তানের বিপক্ষে হার এখনো পীড়া দেয় জস বাটলারকে। ‘এই হার আসলে মেনে নেওয়া যায় না। দিল্লিতে আফগানদের বিপক্ষে আমরা হতাশাজনকভাবে হেরেছি কিন্তু আমরা বেশ কয়েকদিন সময় পেয়েছিলাম নিজেদেরকে নিয়ে কাজ করার। এখন আজকের এই হার আমাদেরকে কঠিন পরিস্থিতিতে পৌঁছে দিয়েছে। এখন থেকে পরবর্তী সময়ে ভুল করার সুযোগ নেই। আমরা আবারো সবাই বসবো, কোথায় সমস্যা হচ্ছে সেটি জানার চেষ্টা করবো।’

ক্লাসেনের সেঞ্চুরির প্রশংসা করলেও তার সেঞ্চুরি উদযাপন নিয়ে বেশ নাখোশ হয়েছেন বাটলার। তার মতে মার্ক উডের সামনে এমন বুনো উল্লাসের কোন প্রয়োজনই ছিল না ক্লাসেনের। যদিও ক্লাসেন তৎক্ষণাৎ উডের কাছে ক্ষমা চেয়েছেন।