১২৮ বছর পর অলিম্পিকে ক্রিকেট ফিরছে

SportsZone24 SportsZone24

চূড়ান্ত সিদ্ধান্ত এখনও নেওয়া হয়নি। তবে জোরালো আভাস মিলেছে। ২০২৮ সালের লস অ্যাঞ্জেলস অলিম্পিক গেমসে ফিরছে ক্রিকেট। ১৯০০ সালে প্রথম অলিম্পিকেই কেবল ক্রিকেট খেলা হয়েছিল। সবকিছু ঠিক থাকলে ১২৮ বছর আবার অলিম্পিকে হবে ব্যাটে-বলের লড়াই।

সোমবার একটি মিডিয়া রিলিজে এলএ২৮ আয়োজকরা জানায়, বেসবল/সফটবল, ফ্ল্যাগ ফুটবল, ল্যাক্রোসে ও স্কোয়াশের সঙ্গে ক্রিকেটকেও নতুন খেলা হিসেবে অন্তর্ভুক্ত করতে সুপারিশ করা হয়েছে।

SportsZone24 SportsZone24

আয়োজকরা আরও নিশ্চিত করেছে, তাদের সুপারিশ পর্যবেক্ষণ করবে ইন্টারন্যাশনাল অলিম্পিক কমিটি (আইওসি)। আগামী ১৪ ও ১৫ অক্টোবর মুম্বাইয়ে নির্বাহী বোর্ডে বৈঠক শেষে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।

ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি) চেয়ারম্যান জর্জ বার্কলে ক্রিকেটের অন্তর্ভুক্তির আভাস পেয়ে আনন্দিত হলেও প্রতিক্রিয়া জানিয়েছেন রাখঢাক রেখে, ‘আমরা আনন্দিত যে, এলএ২৮ অলিম্পিকে ক্রিকেটকে অন্তর্ভুক্তির সুপারিশ করেছে। যদিও এটা চূড়ান্ত সিদ্ধান্ত নয়, কিন্তু এটা খুব তাৎপর্যপূর্ণ মাইলফলক যে এক শতাব্দিরও বেশি সময় পর প্রথমবার অলিম্পিকে ক্রিকেট দেখতে যাচ্ছি আমরা।’

জানা গেছে, ক্রিকেট চূড়ান্তভাবে অন্তর্ভুক্ত হলে টি-টোয়েন্টি ফরম্যাটে পুরুষ ও নারী ইভেন্টের খেলা হবে। কাট অফ ডেটের মধ্যে র‌্যাঙ্কিংয়ের শীর্ষ ছয় দল অংশগ্রহণ করবে।

উল্লেখ্য যে, ২০২৪ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে যৌথভাবে আয়োজন করবে যুক্তরাষ্ট্র।