লিওনেল মেসি ও ক্রিস্টিয়ানো রোনালদোর ফুটবলীয় দ্বৈরথের সময়টা প্রায় দুই দশক। অভিষেকের পর থেকে একে অপরকে দলীয় ও ব্যক্তিগত অর্জনে টেক্কা দিয়েছেন, যেখানে আলাদাভাবে শ্রেষ্ঠত্বের চূড়া ছুঁয়েছেন দুজনই।
ব্যক্তিগত মাইলফলকের টালিখাতায়ও কোথাও মেসির শ্রেষ্ঠত্ব, আবার কোথাও মেসিকে পেছনে ফেলেছেন রোনালদো। ক্যারিয়ারে সবচেয়ে বেশি হ্যাটট্রিকের তালিকায় যেমন দাপট দেখাচ্ছেন রোনালদো।
সর্বশেষ গত রাতে সৌদি প্রো লিগের ম্যাচে আল ফাতেহর বিপক্ষে আরেকটি হ্যাটট্রিক করেছেন রোনালদো, যা তাঁর হ্যাটট্রিক সংখ্যাকে ৬৩–তে উন্নীত করেছে।
অন্য দিকে ক্লাবের হয়ে ৩ বছর আগে সর্বশেষ হ্যাটট্রিক পাওয়ার কারণে এ লড়াইয়ে পিছিয়ে পড়েছেন মেসি। তাঁর হ্যাটট্রিক সংখ্যা এখন ৫৭।
Cristiano Ronaldo's hat-trick in Al-Nassr's big 5-0 win against Al-Fateh 🐐 pic.twitter.com/YwLlCOb1WQ
— GOAL (@goal) August 26, 2023
তবে সব মিলিয়ে দুজনের কেউ শীর্ষে নন। গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস অনুযায়ী ৯২ হ্যাটট্রিক নিয়ে সবার ওপরে আছেন ফুটবলের ‘রাজা’ পেলে। আর রেকর্ড স্পোর্টস সকার স্ট্যাটিস্টিক ফাউন্ডেশন (আরএসএসএসএফ) বলছে, অন্তত ১১৪ হ্যাটট্রিক নিয়ে সবার শীর্ষে জার্মান ফুটবলার এরউইন হেলশেন।