শ্রীলঙ্কার তারকা অলরাউন্ডার ওয়ানিন্দু হাসারাঙ্গা তার বোনের বিয়ের সময়ে একেবারে আবেগপ্রবণ হয়ে পড়েছিলেন। হাসারাঙ্গা তাঁর বোন চাথু ডি’সিলভার বিয়ে উপলক্ষে একেবারে চোখের জলে ভেসে গিয়েছেন।
তাঁর এই কান্নার ভিডিও দেখে সকলেরই মনে নাড়া দিয়েছে। দাপুটে ক্রিকেটারের বোনের প্রতি ভালোবাসাই এতে প্রকাশ পেয়েছে। একজন ভক্ত ওয়ানিন্দু হাসারাঙ্গার ভিডিয়োটি পোস্ট করেছে। আর সেটা সোশ্যাল মিডিয়ায় পোস্ট করার সঙ্গে সঙ্গে ভাইরাল হয়ে গিয়েছে।
সেই ক্লিপটিতে দেখা গিয়েছে, হাসরাঙ্গা তার ছোট বোনকে শক্ত করে আলিঙ্গন করে রেখেছেন। ভাই-বোন মিলে চোখের জলে ভাসছেন। মুহুর্তটি নিঃসন্দেহে মর্মস্পর্শী। ওখানে উপস্থিত লোকেরা ভাই-বোনকে সান্ত্বনা দিচ্ছেন। হাউহাউ করে কাঁদছিলেন হাসারাঙ্গা। বারবার চোখের জল মুছছিলেন তিনি।
ভিডিওটি পোস্ট হওয়ার পরেই একাধিক মন্তব্য, ইমোজি বর্ষণ হতে শুরু করে। সকলেই ক্রিকেটারের আবেগের সঙ্গে নিজেদের মিলিয়ে আবেগপ্রবণ হয়েছেন। অনেকে আবার বোনের বিয়ের জন্য শুভেচ্ছা জানিয়েছেন এবং নব দম্পতির মঙ্গল কামনা করেছেন।
দেখুন ভিডিওটি…
Wanindu Hasaranga gets emotional at his sister's wedding. pic.twitter.com/OEuHgm7eSX
— Mufaddal Vohra (@mufaddal_vohra) August 26, 2023