রোববার (২২ অক্টোবর) ধর্মশালায় নিউজিল্যান্ডকে ৪ উইকেটে হারিয়েছে ভারত। ভারতের হয়ে সর্বোচ্চ ৯৫ রান করেছেন বিরাট কোহলি। তবে বড় আক্ষেপ নিয়েই মাঠ ছেড়েছেন এই ব্যাটিং সেনসেশন।
জয় পেতে ভারতের যখন ৫ রান দরকার, সেঞ্চুরির জন্য কোহলিরও তখন পাঁচ রানই প্রয়োজন ছিল। তাই বাউন্ডারি মারতে গিয়ে আউট হয়েছেন কোহলি। এই সেঞ্চুরি পেলে ওয়ানডে ক্রিকেটের ইতিহাসে যৌথভাবে সর্বোচ্চ সেঞ্চুরির মালিক হতে পারতেন কোহলি। ছুঁয়ে ফেলতে পারতেন শচীন টেন্ডুলকারকে।
তবে এই ম্যাচেই পেসার মোহাম্মদ শামি বল হাতে এমন এক রেকর্ড গড়েছেন যা নেই অন্য কোনো ভারতীয় বোলারের।
ধর্মশালার হিমাচল প্রদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে চলমান বিশ্বকাপের ২১তম ম্যাচে টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে সবকটি উইকেট হারিয়ে ২৭৩ রান করে নিউজিল্যান্ড। ড্যারেল মিচেল ক্যারিয়ারের পঞ্চম শতক হাঁকিয়ে বিদায় হন ১৩০ রান করে। আরেক ব্যাটার রাচিন রবীন্দ্র ৮৭ বলে খেলেন ৭৫ রানের ইনিংস।
ভারতের হয়ে বল হাতে দুর্দান্ত বোলিং করেছেন পেসার মোহাম্মদ শামি। ম্যাচে ১০ ওভারে ১ মেইডেনসহ ৫৪ রানে শিকার করেছেন পাঁচটি উইকেট। যার সুবাদে ভারতীয়দের হয়ে একমাত্র বোলার হিসেবে বিশ্বকাপের মঞ্চে একাধিকবার পাঁচ উইকেট শিকারের রেকর্ড গড়েছেন তিনি।
Mohammad Shami becomes the first Indian to claim two five-wicket hauls in a ODI World Cup. pic.twitter.com/ifp8qNGJgX
— CricTracker (@Cricketracker) October 22, 2023
এর আগে ২০১৯ বিশ্বকাপে ইংল্যান্ডের বিপক্ষে ১০ ওভারে ৬৯ রান দিয়ে পাঁচ উইকেট শিকার করেছিলেন শামি। তার আগে ভারতীয়দের মধ্যে বিশ্বকাপের মঞ্চে পাঁচ উইকেট শিকার করেছিলেন কপিল দেব (১৯৮৩ বিশ্বকাপ), রবিন সিং (১৯৯৯ বিশ্বকাপ), যুবরাজ সিং (২০১১ বিশ্বকাপ)।